নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
মার্কেটটির দুই পাশেই শেষ হয়েছে সড়কের নির্মাণকাজ। মার্কেটের স্থানে এসে কাজ থেমে আছে প্রায় এক বছর ধরে। রেলওয়ের জায়গা ইজারা নিয়ে প্রভাবশালী এক ব্যক্তি মার্কেটটি নির্মাণ করেছেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাগুয়ান গুমটিঘর এলাকার সেই মার্কেট অপসারণ না করার কারণে কাজ শেষ করতে পারছে না স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। এ ব্যাপারে এলজিইডি জেলা প্রশাসনের সহায়তা চেয়েছে।
এদিকে ১০০ মিটার দীর্ঘ মার্কেটটি অপসারণ না হওয়ায় জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে না সড়কটি। এতে সাধারণ মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
মার্কেটটি গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার বাসিন্দা আব্দুর রহিম টিপুর। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। এলজিইডি কর্মকর্তারা জানান, সড়কটির প্রায় পুরোটাই নির্মাণ হয়েছে রেলওয়ের পরিত্যক্ত লাইনের ওপর দিয়ে। প্রভাবশালী টিপুর মার্কেটটিও রেলের জমিতে। তিনি এই মার্কেটে ২০টি দোকান করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মার্কেটের মালিক আশপাশের বাড়িঘর উচ্ছেদ করে সেদিক দিয়ে সড়ক নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। এলাকাবাসী বলছেন, সড়ক নির্মাণে এলাকার কয়েকজনের পাকা বাড়ি ও বেশ কয়েকটি স্কুল এবং মসজিদ-মাদ্রাসাও ভাঙা হয়েছে। এখন মার্কেট রেখে বাঁকা পথে সড়কের নির্মাণকাজ সম্পন্ন করতে হলে দুটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করতে হবে।
আর বাঁকা করে সড়ক নির্মাণ করলে বাঁকে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকবে। এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ সংযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাগুয়ান হয়ে রেলবাজার পর্যন্ত ১৭ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণের কাজটি শুরু হয় ২০২০ সালে। সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে ২১ কোটি টাকা। চলতি বছরের ২৮ মে প্রকল্পের মেয়াদ শেষ হয়। তবে মার্কেট অপসারণ না হওয়ায় কাজ পুরোপুরি শেষ হয়নি। এ অবস্থায় আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য আব্দুর রহিম টিপুর সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাঁকে। তিনি এখন কারাগারে বলে একটি সূত্র জানিয়েছে। এলজিইডির গোদাগাড়ী উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম জানান, আব্দুর রহিম টিপুর মার্কেটটি সড়কের একেবারে মাঝে অবৈধভাবে তৈরি করা। তাঁরা মাপজোখ করে মার্কেটির মাঝামাঝিতে অপসারণযোগ্য অংশ লাল কালি দিয়ে মার্কিং করেছেন।
এলজিইডির রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোহা. নাশির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মালিককে মার্কেট অপসারণের জন্য তাগিদ দিয়েছি। কিন্তু তাঁরা তা করছে না। শুধু কালক্ষেপণ করছেন। এ অবস্থায় আমি জেলা প্রশাসককে জানিয়েছি। জেলা প্রশাসনের সহায়তায় আমরা দ্রুত সময়ের মধ্যে মার্কেটটি উচ্ছেদ করে সড়ক নির্মাণের কাজ শেষ করে ফেলব।’
মার্কেটটির দুই পাশেই শেষ হয়েছে সড়কের নির্মাণকাজ। মার্কেটের স্থানে এসে কাজ থেমে আছে প্রায় এক বছর ধরে। রেলওয়ের জায়গা ইজারা নিয়ে প্রভাবশালী এক ব্যক্তি মার্কেটটি নির্মাণ করেছেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাগুয়ান গুমটিঘর এলাকার সেই মার্কেট অপসারণ না করার কারণে কাজ শেষ করতে পারছে না স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। এ ব্যাপারে এলজিইডি জেলা প্রশাসনের সহায়তা চেয়েছে।
এদিকে ১০০ মিটার দীর্ঘ মার্কেটটি অপসারণ না হওয়ায় জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে না সড়কটি। এতে সাধারণ মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
মার্কেটটি গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার বাসিন্দা আব্দুর রহিম টিপুর। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। এলজিইডি কর্মকর্তারা জানান, সড়কটির প্রায় পুরোটাই নির্মাণ হয়েছে রেলওয়ের পরিত্যক্ত লাইনের ওপর দিয়ে। প্রভাবশালী টিপুর মার্কেটটিও রেলের জমিতে। তিনি এই মার্কেটে ২০টি দোকান করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মার্কেটের মালিক আশপাশের বাড়িঘর উচ্ছেদ করে সেদিক দিয়ে সড়ক নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। এলাকাবাসী বলছেন, সড়ক নির্মাণে এলাকার কয়েকজনের পাকা বাড়ি ও বেশ কয়েকটি স্কুল এবং মসজিদ-মাদ্রাসাও ভাঙা হয়েছে। এখন মার্কেট রেখে বাঁকা পথে সড়কের নির্মাণকাজ সম্পন্ন করতে হলে দুটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করতে হবে।
আর বাঁকা করে সড়ক নির্মাণ করলে বাঁকে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকবে। এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ সংযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাগুয়ান হয়ে রেলবাজার পর্যন্ত ১৭ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণের কাজটি শুরু হয় ২০২০ সালে। সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে ২১ কোটি টাকা। চলতি বছরের ২৮ মে প্রকল্পের মেয়াদ শেষ হয়। তবে মার্কেট অপসারণ না হওয়ায় কাজ পুরোপুরি শেষ হয়নি। এ অবস্থায় আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য আব্দুর রহিম টিপুর সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাঁকে। তিনি এখন কারাগারে বলে একটি সূত্র জানিয়েছে। এলজিইডির গোদাগাড়ী উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম জানান, আব্দুর রহিম টিপুর মার্কেটটি সড়কের একেবারে মাঝে অবৈধভাবে তৈরি করা। তাঁরা মাপজোখ করে মার্কেটির মাঝামাঝিতে অপসারণযোগ্য অংশ লাল কালি দিয়ে মার্কিং করেছেন।
এলজিইডির রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোহা. নাশির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মালিককে মার্কেট অপসারণের জন্য তাগিদ দিয়েছি। কিন্তু তাঁরা তা করছে না। শুধু কালক্ষেপণ করছেন। এ অবস্থায় আমি জেলা প্রশাসককে জানিয়েছি। জেলা প্রশাসনের সহায়তায় আমরা দ্রুত সময়ের মধ্যে মার্কেটটি উচ্ছেদ করে সড়ক নির্মাণের কাজ শেষ করে ফেলব।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৪ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫