পাখিপ্রেমীর পদচারণে মুখর নয়াবাটি মোড়
নগরীর খালিশপুরের নয়াবাটি মোড়ে বসে পাখির হাট। এ হাটের পাখি যায় সারা দেশে। প্রতি শুক্রবার সকাল থেকে ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলা থেকে পোষা পাখির ক্রেতা-বিক্রেতারা আসেন।