Ajker Patrika

ঘরের জন্য ছাত্রলীগ নেতার টাকা দাবির অভিযোগ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৪
ঘরের জন্য ছাত্রলীগ নেতার টাকা দাবির অভিযোগ

বাগেরহাটের চিতলমারীতে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে টাকা দাবির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামের মোতালেব শেখের স্ত্রী আম্বিয়া বেগম বাদী হয়ে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানিয়েছে। তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাজিব শিকদার ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন।

অভিযোগপত্র থেকে জানা গেছে, উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর হতদরিদ্র-ভূমিহীনদের দেওয়ার বিষয়ে যাচাই-বাছাই চলছে। উপজেলার ঘোলা গ্রামের আব্দুর রউফ শিকদারের ছেলে ও বড়বাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি রাজীব শিকদার ঘর দেওয়ার কথা বলে একই গ্রামের আম্বিয়া বেগমের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। আম্বিয়া বেগম টাকা দিতে অস্বীকার করলে তাঁকে ঘর দেওয়া হবে না বলে মোবাইল ফোনে জানানো হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে রাজিব শিকদারের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার বিকেলে মুঠোফোনে আম্বিয়া বেগম বলেন, রাজিবের টাকা চাওয়ার বিষয়টি তিনি এক সাংবাদিককে জানান। তিনিই তাঁকে থানায় অভিযোগ করতে বলেছেন।

টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করে রাজিব শিকদার বলেন, ছাত্রলীগের কমিটি নিয়ে স্থানীয় এক প্রভাবশালী ও সাংবাদিক নেতার সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। তাঁর লোক কমিটিতে আসতে পারেনি। তাই তাঁকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানো হচ্ছে। তিনি ষড়যন্ত্রের শিকার।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন হীরা বলেন, অভিযোগ কারও নামে হতেই পারে। টাকা চাওয়ার বিষয়টি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ সরদার বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে জানিয়েছেন। তাঁরা খোঁজ-খবর নিয়েছেন। ঘটনায় রং লাগিয়ে তিলকে তাল করার চেষ্টা করা হচ্ছে।

চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা চাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেচ্ছা বলেন, এ বিষয়ে বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ সরদারকে বলেছেন। আজ সরেজমিনে গিয়ে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত