তামাক ছেড়ে বাদাম চাষ
একসময় বান্দরবানের সাঙ্গু নদীর চরের পুরোটা দখল করে ছিল তামাক। গত এক যুগ যেসব জমিতে তামাকে দাপট দেখা গেছে, সেসব জমিতে আজ নেই তামাকের অস্তিত্ব। বর্তমানে তামাকের জায়গা দখলে নিচ্ছে চীনা বাদাম। কৃষকেরা জানিয়েছেন, থানচি উপজেলায় চীনা বাদামের ফলন ভালো হয়। গত বছরও বাদামের ভালো ফলন হয়েছে। এ জন্য এবার অনেকেই বা