প্রস্তুতি নিয়েই এসেছেন হাথুরু
তখনো আবছা কুয়াশা। বসন্তের এই সকালে ছাইরঙা শর্ট, সাদা টি-শার্ট, টুপি, চোখে কালো চশমা আর বাঁ হাতে কালো ঘড়ি—খোঁচা খোঁচা সাদা দাড়িওয়ালা এক মানুষের প্রবেশ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রায় ছয় বছর আগে যাঁর বিদায় যেমন আলোচিত ছিল, তাঁর দ্বিতীয় পর্বের শুরুও সমান আলোড়িত। কার কথা হচ্ছে? উপল চন্ডিকা হাথুরুসিংহ