Ajker Patrika

৭ মাসের আগেই চেলসির চাকরি হারালেন পটার

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১০: ৩৪
৭ মাসের আগেই চেলসির চাকরি হারালেন পটার

কোচদের চাকরি হারানো যেন একরকম নিয়ম হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত বিরতিতে চাকরি হারাচ্ছেন ইউরোপীয় ক্লাবগুলোর কোচ। এই তালিকায় সর্বশেষ নাম লেখালেন গ্রাহাম পটার। ৭ মাস হওয়ার আগেই কোচের পদ থেকে পটারকে বরখাস্ত করেছে চেলসি।

পটারকে বরখাস্ত করার কথা গতকাল নিশ্চিত করেছে চেলসি। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘চেলসি ফুটবল ক্লাব জানাচ্ছে যে গ্রাহাম পটার ক্লাব ছেড়েছেন। গ্রাহাম চেলসিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন। গ্রাহামের অবদানের জন্য চেলসি তাঁকে ধন্যবাদ জানাচ্ছে। তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা।’

গত বছরের ৮ সেপ্টেম্বর চেলসির দায়িত্ব নিয়েছিলেন পটার। প্রায় ৭ মাসের এই চাকরিতে তাঁর অধীনে ব্লুজরা খেলেছে ৩১ ম্যাচ। জিতেছে ১২ ম্যাচ, ড্র ৮ ম্যাচ এবং ১১ ম্যাচ হেরেছে চেলসি। পটারের অধীনে সর্বশেষ ম্যাচ ব্লুজরা খেলেছে গত পরশু। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে হেরে যায় চেলসি। প্রিমিয়ার লিগে খুব একটা সুবিধাজনক অবস্থানে ব্লুজদের রেখে যেতে পারেননি পটার। ২৮ ম্যাচে ১০ জয়, ৮ ড্র ও ১০ পরাজয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে চেলসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত