Ajker Patrika

সিটির কাছে বিধ্বস্ত হওয়া লিভারপুলের বাসে আক্রমণ 

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৫: ৫৫
সিটির কাছে বিধ্বস্ত হওয়া লিভারপুলের বাসে আক্রমণ 

ম্যাচ শেষ হলে টিম বাসে আক্রমণ কোনো নতুন ঘটনা নয়। আন্তর্জাতিক হোক বা ক্লাব ম্যাচ—এমন ঘটনা চিরপরিচিত দৃশ্য। গতকাল ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হওয়ার পর লিভারপুলের বাসে আক্রমণের ঘটনা ঘটেছে। 

ইতিহাদে গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি-লিভারপুল। লিভারপুলকে ৪-১ গোলে হারায় সিটিজেনরা। ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় লিভারপুলের বাসে ইট ছোড়ার অভিযোগ উঠেছে। সেই ইটে বাসের জানালা ভেঙে গেছে। তবে কারও হতাহতের কথা জানা যায়নি। অলরেডদের বাসচালক যাত্রীদের নিরাপদে নিয়ে যেতে পেরেছেন। এমন ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতিতে ম্যানচেস্টার সিটি বলেছে, ‘আমরা জানতে পেরেছি যে আবাসিক এলাকায় বাসকে লক্ষ্য করে একটা বস্তু ছোড়া হয়েছে। এমন ঘটনা মোটেও মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় গ্রেটার ম্যানচেস্টার পুলিশকে (জিএমপি) তদন্ত করতে আমরা সম্পূর্ণ সমর্থন করব।’ 

ঘটনার পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে জিএমপিও। তারা বলেছে, ‘আজ (গতকাল) প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি-লিভারপুল ম্যাচের পর লিভারপুলের বাসে আক্রমণের খবর জিএমপি পেয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অপরাধীদের শনাক্ত করতে ও ধরতে জিএমপি তদন্ত শুরু করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত