Ajker Patrika

মেসিদের কাছে হার আশা করেননি ফ্রান্সের সাবেক ফুটবলার

মেসিদের কাছে হার আশা করেননি ফ্রান্সের সাবেক ফুটবলার

২০২২ ফুটবল বিশ্বকাপের ফাইনালের পর পেরিয়ে গেছে তিন মাসেরও বেশি সময়। ধ্রুপদী ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল নিয়ে এখনো চলছে আলাপ-আলোচনা। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হার আশা করেননি ফ্রান্সের সাবেক ফুটবলার প্যাট্রিস ইভ্রা।

লুসাইলে গত বছরের ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। মূল ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে। এরপর টাইব্রেকারে ৪-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এই ফাইনাল সরাসরি দেখে কেঁদেছিলেন ইভ্রা। ফ্রান্সের সাবেক এই লেফট ব্যাক বলেন, ‘আমি সরাসরি ম্যাচ দেখেছিলাম এবং কেঁদেছিলাম। আমি সত্যিই এটা আশা করিনি। ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল নিয়ে সত্যি বলছি, আমি গাড়িতে বসে ভীষণ কান্না করেছি। তিনদিন ভীষণ কষ্টে ছিলাম। নিজেকে বলছিলাম, প্যাট্রিস আমি জানি তুমি ফ্রান্স দলকে কতটা ভালোবাসো।’ 

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল ফ্রান্স। এরপর কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফরাসিরা। তারপরও চ্যাম্পিয়ন হতে পারেনি দিদিয়ের দেশমের দল। এমবাপ্পের প্রতি সমবেদনা জানিয়ে ইভ্রা বলেন, ‘কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছে। তিন গোল করার পরও আপনি ম্যাচ জিততে পারবেন না। এটা সত্যিই অবিশ্বাস্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত