Ajker Patrika

‘সেঞ্চুরি’ করা বার্সেলোনার প্রশংসায় জাভি

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১২: ৫৯
‘সেঞ্চুরি’ করা বার্সেলোনার প্রশংসায় জাভি

এল ক্লাসিকোতে গতকাল অনন্য এক মাইলফলক স্পর্শ করেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে গতকাল লা লিগায় রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে এল-ক্লাসিকোতে শততম জয় পেয়েছে কাতালানরা। ‘সেঞ্চুরি’ করা বার্সাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ।

ন্যু ক্যাম্পে গতকাল প্রথমে পিছিয়ে গিয়েছিল বার্সেলোনা। ৯ মিনিটে আত্মঘাতী গোল করে রিয়ালকে এগিয়ে দেন রোনাল্ড আরাউহো। এরপর ৪৫ মিনিটে সার্জি রবার্তোর গোলে সমতায় ফেরে বার্সা। এরপর ৮১ মিনিটে মার্কো অ্যাসেনসিওর গোলে রিয়াল এগিয়ে গেলেও অফসাইড হওয়ায় তা বাতিল করে দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে ফ্রাঙ্ক কেসির গোলে জয় পায় কাতালানরা।

শুধু ২-১ গোলের জয়ই নয়, এই ম্যাচে রিয়ালের ওপর দাপট দেখিয়ে খেলেছে বার্সেলোনা। ৫৪ শতাংশ বল দখলে রেখে রিয়ালের লক্ষ্য বরাবর ৭টি শট করেছিল কাতালানরা। আর বার্সার লক্ষ্য বরাবর রিয়াল শট নিয়েছিল ৩টি। ম্যাচ শেষে জাভি বলেন, ‘আমরা দাপট দেখিয়ে খেলেছি। আমরা অনেক সুযোগ তৈরি করেছি। আমি সন্তুষ্ট। রক্ষণ ও আক্রমণভাগ নিয়ে আমরা কাজ করেছি। এই জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

এল-ক্লাসিকো জিতে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিয়েছে বার্সেলোনা। দুটো দলই লা লিগায় খেলেছে ২৬টি করে ম্যাচ। বার্সার পয়েন্ট ৬৮ আর রিয়ালের পয়েন্ট ৫৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত