Ajker Patrika

বায়ার্নের উন্নতিতে বরখাস্ত নাগলসমানকেই কৃতিত্ব দিচ্ছেন টুখেল

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

চেলসি থেকে গত বছরের সেপ্টেম্বরে কোচের চাকরি হারিয়েছিলেন টমাস টুখেল। ছয় মাস পর এবার বায়ার্ন মিউনিখের কোচ টুখেল। নতুন ক্লাবের হয়ে সম্ভাব্য সব শিরোপা জিততে চান জার্মান এই কোচ। 

বায়ার্নের কোচের চাকরি টুখেল পেয়েছেন হঠাৎ করেই। হুলিয়ান নাগলসমানকে বরখাস্ত করে বায়ার্ন কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়ার আগে বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগ ও ডিএফবি পোকাল কাপ-দুটো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তুলেছেন। বুন্দেস লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন। নাগলসমানকে কৃতিত্ব দিয়ে টুখেল বলেন, ‘আমাদের সম্ভাব্য শিরোপা জয়ের সুযোগ হুলিয়ান তৈরি করে দিয়ে গেছেন। সুযোগ কাজে লাগাতে হবে। কি করতে হবে সে ব্যাপারে আমার নিজেরও কিছু পরিকল্পনা আছে। আমি সত্যিই মুখিয়ে আছি। শিরোপা জয়ের জন্য এখন খেলতে হবে।’ 

টুখেলের কোচ হওয়ার কথা নিশ্চিত করে গতকাল টুইট করেছিলেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। ইতালিয়ান সাংবাদিক টুইট করেন, ‘বায়ার্ন মিউনিখের নতুন কোচ টমাস টুখেল। চুক্তি নিয়ে দুই পক্ষই রাজি। তিনি (টুখেল) এরই মধ্যে প্রস্তাব গ্রহণ করেছেন।’ 

চেলসিতে দেড় বছরেরও বেশি সময় কোচ ছিলেন টুখেল। তাঁর অধীনে ব্লুজরা ৯৯ ম্যাচ খেলে জিতেছিল ৬২ ম্যাচ। ড্র করেছিল ১৯ ম্যাচ এবং ১৮ ম্যাচ হেরেছিল। তাঁর অধীনে ২০২১ সালে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতে চেলসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত