ক্রীড়া ডেস্ক
পুনরায় ক্রিস্টাল প্যালেসে ফিরলেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ রয় হজসন। চলতি মৌসুমের শেষ পর্যন্ত প্যালেসের দায়িত্বে দেখা যাবে ৭৫ বছর বয়সী এই কোচকে।
২০২১ সালের জুলাইয়ে হজসনের উত্তরসূরি হিসেবে সেলহার্স্ট পার্কে আসেন প্যাট্রিক ভিয়েরা। কিন্তু তাঁর অধীনে সাফল্যের মুখে দেখেনি প্রিমিয়ার লিগের ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচ না জেতার ব্যর্থতা মাথায় নিয়ে গত শুক্রবার বরখাস্ত হন ভিয়েরা।
এবার ফরাসি কোচের পরিবর্তে দ্বিতীয়বারের মতো প্যালেসের দায়িত্ব নিয়ে ফের কোচিংয়ে ফিরলেন হজসন। ২০২২ সালের মে পর্যন্ত ওয়াটফোর্ডের দায়িত্ব সামলেছেন তিনি। দলটি চ্যাম্পিয়নশিপে অবনমন হওয়ায় দায়িত্ব ছেড়েছিলেন হজসন। আবারও প্যালেসে ফেরার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য এখন ম্যাচ জেতা এবং প্রিমিয়ার লিগ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করা।’
এর আগে ওয়াটফোর্ড ছাড়ার পর হজসন জানিয়েছিলেন, তিনি প্রিমিয়ার লিগের আর কোনো ক্লাবের কোচিং করানোর আশা করেন না। কিন্তু নিজের কথায় বেশি দিন অনড় থাকতে পারলেন না লিভারপুল ও ইন্টার মিলানের সাবেক কোচ।
চলতি মৌসুমে ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে ১২ তম স্থানে আছে প্যালেস, অবনমন অঞ্চল থেকে ৩ পয়েন্ট বেশি তাদের। নিজেদের গত ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে হেরেছে তারা। হজসনের অধীনে এই মৌসুমে প্যালেসের প্রথম অভিযান শুরু হবে ১ এপ্রিল। নিজেদের মাঠে লেস্টার সিটিকে আতিথেয়তা দেবে তারা।
পুনরায় ক্রিস্টাল প্যালেসে ফিরলেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ রয় হজসন। চলতি মৌসুমের শেষ পর্যন্ত প্যালেসের দায়িত্বে দেখা যাবে ৭৫ বছর বয়সী এই কোচকে।
২০২১ সালের জুলাইয়ে হজসনের উত্তরসূরি হিসেবে সেলহার্স্ট পার্কে আসেন প্যাট্রিক ভিয়েরা। কিন্তু তাঁর অধীনে সাফল্যের মুখে দেখেনি প্রিমিয়ার লিগের ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচ না জেতার ব্যর্থতা মাথায় নিয়ে গত শুক্রবার বরখাস্ত হন ভিয়েরা।
এবার ফরাসি কোচের পরিবর্তে দ্বিতীয়বারের মতো প্যালেসের দায়িত্ব নিয়ে ফের কোচিংয়ে ফিরলেন হজসন। ২০২২ সালের মে পর্যন্ত ওয়াটফোর্ডের দায়িত্ব সামলেছেন তিনি। দলটি চ্যাম্পিয়নশিপে অবনমন হওয়ায় দায়িত্ব ছেড়েছিলেন হজসন। আবারও প্যালেসে ফেরার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য এখন ম্যাচ জেতা এবং প্রিমিয়ার লিগ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করা।’
এর আগে ওয়াটফোর্ড ছাড়ার পর হজসন জানিয়েছিলেন, তিনি প্রিমিয়ার লিগের আর কোনো ক্লাবের কোচিং করানোর আশা করেন না। কিন্তু নিজের কথায় বেশি দিন অনড় থাকতে পারলেন না লিভারপুল ও ইন্টার মিলানের সাবেক কোচ।
চলতি মৌসুমে ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে ১২ তম স্থানে আছে প্যালেস, অবনমন অঞ্চল থেকে ৩ পয়েন্ট বেশি তাদের। নিজেদের গত ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে হেরেছে তারা। হজসনের অধীনে এই মৌসুমে প্যালেসের প্রথম অভিযান শুরু হবে ১ এপ্রিল। নিজেদের মাঠে লেস্টার সিটিকে আতিথেয়তা দেবে তারা।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে