গণমাধ্যমকে এড়িয়ে যেতে চেয়েছেন বিধ্বস্ত ক্লপ
ইংলিশ প্রিমিয়ার লিগে যেন জিততেই ভুলে গেছে লিভারপুল। প্রতিপক্ষ, ভেন্যু যা-ই হোক না কেন, জয়ের দেখা পাচ্ছে না অলরেডরা। গতকাল মলিনিউক্স স্টেডিয়ামে উলভারহ্যাম্পটনের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে লিভারপুল। ম্যাচ শেষে হতাশ ইয়ুর্গেন ক্লপ তাই গণমাধ্যমকে এড়িয়ে যেতে চাইছিলেন।