Ajker Patrika

বার্সাকে বিশ্বের কঠিন ক্লাব দাবি করেন জাভি 

বার্সাকে বিশ্বের কঠিন ক্লাব দাবি করেন জাভি 

চলতি মৌসুম দুরন্ত গতিতে ছুটে চললেও বার্সেলোনাকে নিয়ে প্রায়ই সমালোচনা হয়। জাভি হার্নান্দেজ এসব সমালোচনাকে পাত্তা দেন না। উপরন্তু বার্সাকে তিনি কঠিন ক্লাব দাবি করছেন।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে গত বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে বার্সেলোনা ১-০ গোলে জিতলেও ম্যাচটি নিয়ে চলছে সমালোচনা। গোলটি এসেছিল রিয়াল ডিফেন্ডার এদের মিলিতাওয়ের আত্মঘাতী গোলে। বার্সা বলের দখল রেখেছিল ৩৫ শতাংশ। স্বাগতিকদের লক্ষ্য বরাবর ২টি শট করেছিল। তবে কোনোটিই কাজে লাগাতে পারেনি কাতালানরা। এ ব্যাপারে জাভি বলেছেন, ‘আমি দেখেছি, এটা অনেক নিয়ে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে। বার্সা বিশ্বের সবচেয়ে কঠিন ক্লাব। খেলার ধরন নিয়ে আলাপ-আলোচনা হবে।’

রিয়ালের বিপক্ষে খেলা কঠিন মনে করেন জাভি। বার্সেলোনা কোচ বলেন, ‘মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগা চ্যাম্পিয়ন। তারা আপনাকে চেপে ধরলে খেলা খুবই কঠিন হয়ে যায়। তারা যখন ‘ম্যান টু ম্যান’ খেলে, বলের দখল নিয়ে তখন কথা বলা উদ্ভট ব্যাপার। বল পায়ে আমরা ভালো ছিলাম না। আমাদের উন্নতি করতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত