Ajker Patrika

চেলসি কোচকে সপরিবারে হত্যার হুমকি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৫৫
Thumbnail image

দলের পারফরম্যান্স বাজে হলে তার দায় কোচের ওপর দেওয়া নতুন কিছু নয়। চলতি মৌসুমে তেমনই চেলসির বাজে পারফরম্যান্সের জন্য দায়ী করা হয়েছে গ্রাহাম পটারকে। এমনকি সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে চেলসি কোচকে। 

ই-মেইলে অজ্ঞাতনামাদের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন পটার। সপরিবারে হত্যার হুমকি পেয়ে আতঙ্কিত চেলসি কোচ বলেন, ‘আমি মেইলে এমন বার্তা পেয়েছি, যা ভালো কিছু নয়। তা হচ্ছে, আমার এবং আমার সন্তানদের মৃত্যু চাওয়া। আপনারা আমার পরিবারকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে দিনকাল কেমন যাচ্ছে। একেবারেই ভালো কিছু নয়। যদি আপনি কাজে যান এবং কেউ আপনাকে নিয়ে গালিগালাজ করে, সেটা নিশ্চয় আনন্দের কিছু নয়।’ 

চলতি মৌসুমে ব্যর্থতার পাল্লা ক্রমশ ভারী হচ্ছে চেলসির। সব প্রতিযোগিতা মিলে সর্বশেষ ১৪ ম্যাচের মধ্যে ২ ম্যাচ জিতেছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার দশে এখন ব্লুজরা। এমন পরিস্থিতিতে দুয়োধ্বনি পাওয়া সুখকর কিছু নয় বলে মনে করেন পটার, ‘আপনাকে যদি ক্লাব ইতিহাসের জঘন্য মানুষ মনে করা হয়, সেটা ভালো লাগবে না। আমি পাত্তা দিচ্ছি না—এ কথা চাইলেই বলা যায়। কিন্তু তা হবে মিথ্যা কথা। সবাই চিন্তা করে যে মানুষ কী ভাবছে? কারণ, আমরা সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত