Ajker Patrika

ইতিহাস বইয়ে থাকার মতো পারফরম্যান্স করছে না লিভারপুল, দাবি ক্লপের 

ইতিহাস বইয়ে থাকার মতো পারফরম্যান্স করছে না লিভারপুল, দাবি ক্লপের 

চলতি মৌসুমে লিভারপুলের পারফরম্যান্স যেন ‘রোলার-কোস্টার রাইডের’ মতো। জয়ের ধারাবাহিকতায় থাকতেই পারছে না অলরেডরা। গতকাল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের মতে, মনে রাখার মতো পারফরম্যান্স এই মৌসুমে করছে না লিভারপুল।

সেলহার্স্ট পার্ক স্টেডিয়ামে গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় ক্রিস্টাল প্যালেস ও লিভারপুল। এই ম্যাচে বলতে গেলে প্যালেসের ওপর দাপট দেখিয়ে খেলেছে লিভারপুল। বলের দখল রেখেছিল ৬৪ শতাংশ। স্বাগতিকদের লক্ষ্য বরাবর শট করেছিল ৪ টি। তবু গোলমুখ খুলতে পারেনি অলরেডরা। তাছাড়া এই বছরে সব প্রতিযোগিতা মিলে ১১ ম্যাচ খেলে লিভারপুল জিতেছে ও ড্র করেছে ৩টি করে ম্যাচ এবং হেরেছে ৫ ম্যাচ। শিষ্যদের এমন পারফরম্যান্সে হতাশ ক্লপ বলেন, ‘আপনাদের এবং খেলোয়াড়দের দৃষ্টিতে ম্যাচ দেখে মনে হচ্ছে যে আমরা ম্যাচটা হেরেছি। আমরা পারিনি। এই মৌসুমটা তেমন ভালো না যেমনটা সবাই ইতিহাস বইয়ে খুঁজে থাকেন। তবে যেভাবেই হোক, আমাদের এগিয়ে যেতে হবে এবং আমরা যাব।’

ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ২৩ ম্যাচ খেলেছে লিভারপুল। ১০ জয়, ৬ ড্র ও ৭ পরাজয়ে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে আছে অলরেডরা। চার নম্বরে থাকা টটেনহামের পয়েন্ট ৪২। স্পার্সরা আজ রাতে খেলবে চেলসির বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত