Ajker Patrika

বাংলাদেশে ফিরে ভালো লাগছে, ঢাকায় হাথুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে ফিরে ভালো লাগছে, ঢাকায় হাথুরু

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় এসে পৌঁছেছেন। আজ রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত পৌনে ১১টায় ঢাকায় এসে পোঁছেছেন তিনি। আগামী দুই বছর বাংলাদেশ দলের দায়িত্ব বর্তেছে তাঁর কাঁধে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাথুরু সাংবাদিকদের বলেছেন, ঢাকায় ফিরে ভালো লাগছে ৷ আপনাদের (সাংবাদিকদের) সবার সঙ্গে কথা বলব আগামী ২৩ ফেব্রুয়ারি ৷

হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। প্রথম দুই ওয়ানডের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। দল ঘোষণার আগে সিডনি থেকেই খেলোয়াড়, অধিনায়ক, কোচিং স্টাফ ও বোর্ডের  পরিকল্পনা জানতে সিডনি থেকেই নিয়মিত যোগাযোগ করেছেন তিনি ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত