Ajker Patrika

৭ মাসে চাকরি নেই ৪৪ কোচের

৭ মাসে চাকরি নেই ৪৪ কোচের

চাকরির নিরাপত্তা নেই বলে ফুটবল কোচদের সম্পর্কে এ কথাটা বেদবাক্য হয়ে গেছে—‘ফুটবল কোচ দুই প্রকার। কেউ চাকরি হারিয়েছেন, কেউ চাকরিচ্যুত হতে চলেছেন।’ পেশাজীবীদের কাছে সবচেয়ে ঝুঁকির চাকরি বোধ হয় এটাই—একটু ব্যর্থ হলেই খড়্গ নেমে আসতে পারে। সর্বশেষ হেভিওয়েট কোচদের মধ্যে চাকরি হারালেন আন্তনিও কন্তে।

সপ্তাহ খানেক আগে বায়ার্ন মিউনিখ থেকে বরখাস্ত হয়েছেন হুলিয়ান নাগেলসমান। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় তাঁর জায়গায় এসেছেন চেলসি ও পিএসজির সাবেক কোচ টমাস টুখেল। সেই খবর পুরোনো না হতেই গত রোববার পারস্পরিক সম্মতিতে টটেনহাম ছেড়েছেন ইতালিয়ান কোচ আন্তনিও কন্তে। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে সাউদাম্পটনের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ায় তাঁর ওপর নাখোশ ছিল টটেনহাম কর্তৃপক্ষ।

২০২২-২৩ মৌসুম শেষ হতে এখনো অনেক পথ বাকি। এরই মধ্যে চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মোট ৪৪ কোচ বরখাস্ত হয়েছেন বা চাকরি ছেড়েছেন। আগস্টের শেষ সপ্তাহ থেকে হিসাব করলে ৭ মাসেই ইউরোপের শীর্ষ লিগে চাকরি হারিয়েছেন ৪৪ কোচ। এর মধ্যে সর্বোচ্চ ১১ জন করে প্রিমিয়ার লিগ ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের। লা লিগা ও সিরি আতে সমান ৮ জন এবং বুন্দেসলিগায় চাকরি হারিয়েছেন ৬ কোচ। পাঁচ লিগে মার্চে বরখাস্তের সংখ্যা ৬। তবে অক্টোবরেই সর্বোচ্চ ১৪ কোচ চাকরি হারিয়েছেন।

চলতি মৌসুমে সবার আগে চাকরি হারান স্কট পার্কার। লিগে লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে বোর্নমাউথ ৯-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর আর টিকতে পারেননি তিনি। ৩০ আগস্ট বরখাস্ত হয়ে এই ইংলিশ কোচ এখন আছেন বেলজিয়ামের ক্লাব ব্রুগার ডাগআউটে। লা লিগায় প্রথম চাকরি হারান ফ্রান্সিসকো রদ্রিগেজ। ৪ অক্টোবর এলচে থেকে বরখাস্ত হয়েছেন তিনি। ২১ মার্চ সে তালিকায় যুক্ত হয় সেভিয়ার সাবেক আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলির নাম। সিরি আতে ৬ সেপ্টেম্বর সিনিসা মিহাজলোভিচকে দিয়ে শুরু। ১৫ ফেব্রুয়ারি তালিকায় সর্বশেষ সংযোজন স্পেৎজিয়ার লুকা গোত্তি।

৭ সেপ্টেম্বর ব্যর্থতার দায়ে বুন্দেসলিগায় প্রথম চাকরি যায় আরবি লাইপজিগের কোচ ডমেনিকো তাদেসকোর। সর্বশেষ হিসেবে এ তালিকায় ২৪ মার্চ যোগ হয় বায়ার্ন মিউনিখের কোচ নাগেলসমানের নাম। ফ্রেঞ্চ লিগ ওয়ানে সবার আগে খড়্গটা নেমে আসে ৯ অক্টোবর লিওঁ’র পিটার বস্জের ওপর। সর্বশেষ চাকরি হারিয়েছেন আবদেল বোহাজামা, ৭ মার্চ আঁজার থেকে বরখাস্ত হয়ে এখন তিনি বেকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত