বড় ব্যবধানে জয় একরকম অভ্যাসে পরিণত করেছে ম্যানচেস্টার সিটি। গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ম্যান সিটি। আর এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা।
ইতিহাদে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান সিটি-বায়ার্ন মিউনিখ। ২৭ মিনিটে গোলের দেখা পায় ম্যান সিটি। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের ঘূর্ণিতে দারুণ শটে লক্ষ্যভেদ করেন রদ্রি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থাকে সিটিজেনরা। ম্যাচে দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয়েছিল ৭০ মিনিট। ৭০ মিনিটে গোল করেন বার্নার্দো সিলভা আর ৭৬ মিনিটে গোল করেন আর্লিং হালান্ড। ৩-০ গোলের সহজ জয় পেলেও শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চ কাজ করেছে গার্দিওলার। ম্যাচ শেষে সিটিজেনের কোচ বলেন, ‘আবেগের ক্ষেত্রে পুরোপুরি শেষ হয়ে গেছি। বয়স ১০ বছর বেড়েছে। ম্যাচটা সহজ ছিল না।’
গার্দিওলা আরও বলেন, ‘পাঁচ-ছয় মিনিট পর খেলা কঠিন হয়ে যায়। তারা আমাদের চেয়ে ভালো খেলছিল। তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। শেষের দিকে আমরা ভালো খেলেছি।’ এই ম্যাচ নিয়ে হালান্ড নিজেও উচ্ছ্বসিত। নিজের ফেসবুক পেজে ম্যান সিটির এই স্ট্রাইকার লিখেছেন, ‘এই প্রতিযোগিতার জন্য সত্যিকারের ভালোবাসা আছে।’
এস্তাদিও দ্যা লুজে দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় বেনফিকা-ইন্টার মিলান। বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার। গোল ২টি করেছেন নিকোলো বারেল্লা ও রোমেলু লুকাকু।
বড় ব্যবধানে জয় একরকম অভ্যাসে পরিণত করেছে ম্যানচেস্টার সিটি। গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ম্যান সিটি। আর এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা।
ইতিহাদে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান সিটি-বায়ার্ন মিউনিখ। ২৭ মিনিটে গোলের দেখা পায় ম্যান সিটি। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের ঘূর্ণিতে দারুণ শটে লক্ষ্যভেদ করেন রদ্রি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থাকে সিটিজেনরা। ম্যাচে দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয়েছিল ৭০ মিনিট। ৭০ মিনিটে গোল করেন বার্নার্দো সিলভা আর ৭৬ মিনিটে গোল করেন আর্লিং হালান্ড। ৩-০ গোলের সহজ জয় পেলেও শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চ কাজ করেছে গার্দিওলার। ম্যাচ শেষে সিটিজেনের কোচ বলেন, ‘আবেগের ক্ষেত্রে পুরোপুরি শেষ হয়ে গেছি। বয়স ১০ বছর বেড়েছে। ম্যাচটা সহজ ছিল না।’
গার্দিওলা আরও বলেন, ‘পাঁচ-ছয় মিনিট পর খেলা কঠিন হয়ে যায়। তারা আমাদের চেয়ে ভালো খেলছিল। তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। শেষের দিকে আমরা ভালো খেলেছি।’ এই ম্যাচ নিয়ে হালান্ড নিজেও উচ্ছ্বসিত। নিজের ফেসবুক পেজে ম্যান সিটির এই স্ট্রাইকার লিখেছেন, ‘এই প্রতিযোগিতার জন্য সত্যিকারের ভালোবাসা আছে।’
এস্তাদিও দ্যা লুজে দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় বেনফিকা-ইন্টার মিলান। বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার। গোল ২টি করেছেন নিকোলো বারেল্লা ও রোমেলু লুকাকু।
সিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
৮ মিনিট আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
১ ঘণ্টা আগেবাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হয়েছে ছয় মাসেরও বেশি সময় আগে। তাঁর জায়গায় বাংলাদেশের প্রধান কোচের চেয়ারে বসেছেন ফিল সিমন্স। বাংলাদেশ দল যখন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলতে ব্যস্ত, তখনই বোমা ফাটালেন হাথুরুসিংহে।
২ ঘণ্টা আগেআইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১৩ ঘণ্টা আগে