বড় ব্যবধানে জয় একরকম অভ্যাসে পরিণত করেছে ম্যানচেস্টার সিটি। গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ম্যান সিটি। আর এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা।
ইতিহাদে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান সিটি-বায়ার্ন মিউনিখ। ২৭ মিনিটে গোলের দেখা পায় ম্যান সিটি। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের ঘূর্ণিতে দারুণ শটে লক্ষ্যভেদ করেন রদ্রি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থাকে সিটিজেনরা। ম্যাচে দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয়েছিল ৭০ মিনিট। ৭০ মিনিটে গোল করেন বার্নার্দো সিলভা আর ৭৬ মিনিটে গোল করেন আর্লিং হালান্ড। ৩-০ গোলের সহজ জয় পেলেও শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চ কাজ করেছে গার্দিওলার। ম্যাচ শেষে সিটিজেনের কোচ বলেন, ‘আবেগের ক্ষেত্রে পুরোপুরি শেষ হয়ে গেছি। বয়স ১০ বছর বেড়েছে। ম্যাচটা সহজ ছিল না।’
গার্দিওলা আরও বলেন, ‘পাঁচ-ছয় মিনিট পর খেলা কঠিন হয়ে যায়। তারা আমাদের চেয়ে ভালো খেলছিল। তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। শেষের দিকে আমরা ভালো খেলেছি।’ এই ম্যাচ নিয়ে হালান্ড নিজেও উচ্ছ্বসিত। নিজের ফেসবুক পেজে ম্যান সিটির এই স্ট্রাইকার লিখেছেন, ‘এই প্রতিযোগিতার জন্য সত্যিকারের ভালোবাসা আছে।’
এস্তাদিও দ্যা লুজে দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় বেনফিকা-ইন্টার মিলান। বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার। গোল ২টি করেছেন নিকোলো বারেল্লা ও রোমেলু লুকাকু।
বড় ব্যবধানে জয় একরকম অভ্যাসে পরিণত করেছে ম্যানচেস্টার সিটি। গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ম্যান সিটি। আর এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা।
ইতিহাদে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান সিটি-বায়ার্ন মিউনিখ। ২৭ মিনিটে গোলের দেখা পায় ম্যান সিটি। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের ঘূর্ণিতে দারুণ শটে লক্ষ্যভেদ করেন রদ্রি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থাকে সিটিজেনরা। ম্যাচে দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয়েছিল ৭০ মিনিট। ৭০ মিনিটে গোল করেন বার্নার্দো সিলভা আর ৭৬ মিনিটে গোল করেন আর্লিং হালান্ড। ৩-০ গোলের সহজ জয় পেলেও শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চ কাজ করেছে গার্দিওলার। ম্যাচ শেষে সিটিজেনের কোচ বলেন, ‘আবেগের ক্ষেত্রে পুরোপুরি শেষ হয়ে গেছি। বয়স ১০ বছর বেড়েছে। ম্যাচটা সহজ ছিল না।’
গার্দিওলা আরও বলেন, ‘পাঁচ-ছয় মিনিট পর খেলা কঠিন হয়ে যায়। তারা আমাদের চেয়ে ভালো খেলছিল। তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। শেষের দিকে আমরা ভালো খেলেছি।’ এই ম্যাচ নিয়ে হালান্ড নিজেও উচ্ছ্বসিত। নিজের ফেসবুক পেজে ম্যান সিটির এই স্ট্রাইকার লিখেছেন, ‘এই প্রতিযোগিতার জন্য সত্যিকারের ভালোবাসা আছে।’
এস্তাদিও দ্যা লুজে দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় বেনফিকা-ইন্টার মিলান। বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার। গোল ২টি করেছেন নিকোলো বারেল্লা ও রোমেলু লুকাকু।
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
১০ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
২৩ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে