স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে হত্যাচেষ্টায় সাবেক দুই প্রেমিক
বরিশালের গৌরনদী উপজেলায় সৌরভ বেপারী নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ বলছে, স্ত্রীর পরিকল্পনায় তাঁর সাবেক দুই প্রেমিক সৌরভের ওপর এ হামলা চালান। এ ঘটনায় স্ত্রী এবং ওই দুই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।