Ajker Patrika

শিশুসন্তানের সামনে কুপিয়ে হত্যা: তদন্ত প্রতিবেদন দেয়নি পিবিআই, পরবর্তী তারিখ ২৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৫: ০৩
শিশুসন্তানের সামনে কুপিয়ে হত্যা: তদন্ত প্রতিবেদন দেয়নি পিবিআই, পরবর্তী তারিখ ২৫ জানুয়ারি

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে শিশুসন্তানের সামনে সাহিনুদ্দিন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার মামলায় সাবেক এমপি এম এ আউয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার অধিকতর তদন্তের প্রতিবেদন দাখিল করেনি পিবিআই। এ কারণে আগামী ২৫ জানুয়ারি এই প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এই তারিখ ধার্য করেন।

আজ অধিকতর তদন্ত প্রতিবেদনের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় আদালত পুনরায় তারিখ ধার্য করেন।

এর আগে গত ১২ মে একই আদালত পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। মামলার বাদী ও নিহত শাহীন উদ্দিনের মা আকলিমা বেগমের জবানবন্দি গ্রহণ করে এ নির্দেশ দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গত ১৩ ফেব্রুয়ারি ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন যাঁদের আসামি করেছেন তাঁরা হলেন—লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল, সুমন ব্যাপারী, টিটু, কিবরিয়া, মুরাদ হোসেন, আবু তাহের, ইব্রাহিম সুমন, রকি তালুকদার, শফিকুল ইসলাম, তুহিন মিয়া, হারুন অর রশীদ, তারিকুল ইসলাম, নুর মোহাম্মদ, হাসান ও ইকবাল হোসেন। 

গত বছরের ১৬ মে বিকেলে জমির বিরোধের মীমাংসার কথা বলে সাহিনুদ্দিনকে পল্লবী থানার ডি-ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে সাহিনুদ্দিনের শিশুপুত্রের সামনেই এ হত্যাকাণ্ড ঘটে। সাহিনুদ্দিনের মা আকলিমা বেগম গত ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা করেন। 

মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন সুমন ও টিটু নামের দুই যুবক সাহিনুদ্দিনকে ফোন করে ডেকে নেন। সাহিন মোটরসাইকেলে করে পল্লবীর ডি-ব্লকের ৩১ নম্বর সড়কের ৪০ নম্বর বাসার সামনে গেলে, তারাসহ ১৪-১৫ জন তাঁকে টেনে-হিঁচড়ে ওই বাড়ির গ্যারেজে নিয়ে যায়। এ সময় সাহিনের ছয় বছরের ছেলে মাশরাফি গেটের বাইরে ছিল। গ্যারেজে সাহিনকে চাপাতি, চায়নিজ কুড়াল, রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। এরপর গ্যারেজ থেকে বের করে ৩৬ নম্বর বাড়ির সামনে আবার কুপিয়ে ফেলে রেখে চলে যায়। ঘটনাস্থলেই সাহিনের মৃত্যু হয়। 

পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, পল্লবীর সেকশন-১২ বুড়িরটেকের আলীনগর আবাসিক এলাকার হ্যাভেলি প্রোপার্টিজ ডেভেলপার লিমিটেডের এমডি আউয়ালের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাড়া করা স্থানীয় সন্ত্রাসীরা সাহিনুদ্দিনকে হত্যা করেছে। আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ১০ একর জমি জবরদখলে বাধা দেওয়ায় তাঁকে খুন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত