Ajker Patrika

সোনারগাঁয়ে সহোদর হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ২০: ৪৩
সোনারগাঁয়ে সহোদর হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরের নয়াবাড়ী এলাকায় নিহতের স্বজন ও এলাকাবাসী এর আয়োজন করেন। এতে মহাসড়কে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের শান্ত করলে দুই ঘণ্টা পর বিক্ষোভকারীরা মহাসড়কের অবরোধ তুলে নেন।

বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনের অবহেলার কারণে ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। এ সময় তাঁরা পুলিশের সামনে বিক্ষোভ করেন। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ও খুনিদের ফাঁসি চাই বলে স্লোগানও দেন বিক্ষুব্ধরা।

গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার কাঁচপুর পাঁচপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। নিহতেরা ওই এলাকার মৃত সানাউল্লাহ মিয়ার বড় ছেলে আসলাম সানি (৪৮) ও ছোট ছেলে মো. শফিকুল ইসলাম রনি (৩৫)। এ ঘটনায় মেজো ছেলে রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচাতো ভাই মোস্তফা ও তাঁর পরিবার সদস্যরা পলাতক।

মানববন্ধনে নিহত আসলাম সানির স্ত্রী সোনিয়া আক্তার বলেন, ‘আমার মতো কেউ যেন বিধবা না হয়। তাই অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হোক, খুনিদের ফাঁসি চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত