মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে বান্ধবীর গায়েহলুদ অনুষ্ঠান থেকে ফেরার পথে আলী হোসেন মীর (২১) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে একদল লোক। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন চরপদ্মা গ্রামের বাবুল মীরের ছেলে। তিনি ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন।
নিহতের বাবা বাবুল মীর বলেন, ‘কয়েক দিন আগে আমার ছেলে ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসে। গতকাল বিকেলে বন্ধু এনায়েত হোসেনের সঙ্গে একই গ্রামের তাঁর বান্ধবীর গায়েহলুদের অনুষ্ঠানে যায়। রাতে ফেরার পথে একদল লোক তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।’
আলী হোসেনের বন্ধু এনায়েত হোসেন বলেন, ‘গায়েহলুদ অনুষ্ঠান শেষে আলী হোসেন কিছুটা এগিয়ে দিতে বলে। কিছু দূর এগিয়ে দেওয়ার পর সে একাই যেতে পারবে বলে জানায়। সাড়ে ১১টার দিকে আলী হোসেন বাড়ি পৌঁছেছে কি না জানার জন্য ফোন দিই। এ সময় সে বলেছিলে, বন্ধু আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে।’
এনায়েত হোসেন আরও বলেন, ‘বিষয়টি তাৎক্ষণিক আলী হোসেনের পরিবার ও অন্য বন্ধুদের জানিয়ে তাকে রক্ষার জন্য বেরিয়ে পড়ি। পরে চরপদ্মা গ্রামের মেলকার বাড়ির আলোট পাড়ে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তার মাথায় ও হাতে কোপানোর চিহ্ন এবং শরীরের বিভিন্ন স্থানে পেটানোর দাগ দেখা গেছে। এ সময় উদ্ধার করে রাতেই পাশের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে মরদেহ শরীয়তপুর জেলা হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল জানান, নিহতের পরিবারের লিখিত পাওয়ার পরে মামলা হবে।
বরিশালের মুলাদীতে বান্ধবীর গায়েহলুদ অনুষ্ঠান থেকে ফেরার পথে আলী হোসেন মীর (২১) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে একদল লোক। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন চরপদ্মা গ্রামের বাবুল মীরের ছেলে। তিনি ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন।
নিহতের বাবা বাবুল মীর বলেন, ‘কয়েক দিন আগে আমার ছেলে ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসে। গতকাল বিকেলে বন্ধু এনায়েত হোসেনের সঙ্গে একই গ্রামের তাঁর বান্ধবীর গায়েহলুদের অনুষ্ঠানে যায়। রাতে ফেরার পথে একদল লোক তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।’
আলী হোসেনের বন্ধু এনায়েত হোসেন বলেন, ‘গায়েহলুদ অনুষ্ঠান শেষে আলী হোসেন কিছুটা এগিয়ে দিতে বলে। কিছু দূর এগিয়ে দেওয়ার পর সে একাই যেতে পারবে বলে জানায়। সাড়ে ১১টার দিকে আলী হোসেন বাড়ি পৌঁছেছে কি না জানার জন্য ফোন দিই। এ সময় সে বলেছিলে, বন্ধু আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে।’
এনায়েত হোসেন আরও বলেন, ‘বিষয়টি তাৎক্ষণিক আলী হোসেনের পরিবার ও অন্য বন্ধুদের জানিয়ে তাকে রক্ষার জন্য বেরিয়ে পড়ি। পরে চরপদ্মা গ্রামের মেলকার বাড়ির আলোট পাড়ে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তার মাথায় ও হাতে কোপানোর চিহ্ন এবং শরীরের বিভিন্ন স্থানে পেটানোর দাগ দেখা গেছে। এ সময় উদ্ধার করে রাতেই পাশের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে মরদেহ শরীয়তপুর জেলা হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল জানান, নিহতের পরিবারের লিখিত পাওয়ার পরে মামলা হবে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫