Ajker Patrika

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইল সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে স্বাগতম বৈরাগী নামের এক যুবককে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শোলপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্বাগতম বৈরাগী ওই গ্রামের খোকন বৈরাগীর ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাগতম বৈরাগী গতকাল রাত ১০টা থেকে শোলপুর দক্ষিণপাড়ার গোবিন্দের চায়ের দোকানে ফুটবল বিশ্বকাপের খেলা দেখছিল এবং রাত ১টার দিকে ব্রাজিল-ক্যামেরুনের খেলা দেখার জন্য অপেক্ষা করছিলো। এর মধ্যে সময় কাটানোর জন্য ওই গ্রামের পিন্টু বিশ্বাসের কাছে রাখা কার্ড আনতে যায়। এ সময় কার্ড ফেরত চাওয়া নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। কিছুক্ষন পরে পিন্টুসহ কয়েকজন এসে স্বাগতম বৈরাগীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষনা করেন।

এ নিয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ওবায়দুর রহমান জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত