আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে সালিসের কথা বলে ডেকে নিয়ে আমিনুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় দুই সহোদরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদমদীঘির লক্ষ্মীপুর গ্রামের ইসলাম কবিরাজ (৪৮), আবু বক্কর (৪২) ও ওয়াহেদ (৪৬)।
আদমদীঘির নসরতপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শাহিন হোসেন ও তহিদুল ইসলাম বনাম সেজদা ও আমিনুল ইসলাম নামে দুটি দল রয়েছে। তাঁদের মধ্যে মসজিদের টাকা, গভীর নলকূপের মালিকানা ও গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে প্রায় ২০ বছর ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে ওই গ্রামে মারধর ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা প্রায়ই ঘটে।
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ২২ মার্চ দিবাগত রাতে শাহিন হোসেন ও তাঁর লোকজন আমিনুল ইসলামকে ক্লাবঘরে সালিসের কথা বলে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে আনেন।এরপর শেখর নামের এক ব্যক্তির পারিবারিক ঘটনা ও টাকা ভাগবাঁটোয়ারা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আমিনুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বোন আফরোজা বেগম বাদী হয়ে শাহীনসহ ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদমদীঘি থানার উপপরিদর্শক কাওছার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমিনুল ইসলাম হত্যা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।’
বগুড়ার আদমদীঘিতে সালিসের কথা বলে ডেকে নিয়ে আমিনুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় দুই সহোদরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদমদীঘির লক্ষ্মীপুর গ্রামের ইসলাম কবিরাজ (৪৮), আবু বক্কর (৪২) ও ওয়াহেদ (৪৬)।
আদমদীঘির নসরতপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শাহিন হোসেন ও তহিদুল ইসলাম বনাম সেজদা ও আমিনুল ইসলাম নামে দুটি দল রয়েছে। তাঁদের মধ্যে মসজিদের টাকা, গভীর নলকূপের মালিকানা ও গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে প্রায় ২০ বছর ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে ওই গ্রামে মারধর ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা প্রায়ই ঘটে।
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ২২ মার্চ দিবাগত রাতে শাহিন হোসেন ও তাঁর লোকজন আমিনুল ইসলামকে ক্লাবঘরে সালিসের কথা বলে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে আনেন।এরপর শেখর নামের এক ব্যক্তির পারিবারিক ঘটনা ও টাকা ভাগবাঁটোয়ারা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আমিনুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বোন আফরোজা বেগম বাদী হয়ে শাহীনসহ ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদমদীঘি থানার উপপরিদর্শক কাওছার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমিনুল ইসলাম হত্যা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫