‘আমার যৌনজীবন কফি উইথ করণে ডাক পাওয়ার মতো আকর্ষণীয় নয়’
শো চলাকালে করণ জোহর কারিনা কাপুরকে সন্তান নেওয়ার পর তাঁর যৌন জীবন সম্পর্কে জিজ্ঞেস করেন। অভিনেত্রী উত্তর দিয়েছিলেন যে, করণের তো সেটি জানার কথা। কারণ তাঁরও তো যশ এবং রুহি নামে দুটি সন্তান রয়েছে। এ কথা শুনে করণ বলেন, ‘আপনি আমার যৌন জীবন নিয়ে বাজে কথা বলছেন, আমার মা এই শো দেখছেন।’ আমির খান সঙ্গে সঙ্গে