Ajker Patrika

অক্ষয়ের কোলে চেপে কফি উইথ করণে সামান্থা

আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৬: ০৩
অক্ষয়ের কোলে চেপে কফি উইথ করণে সামান্থা

বলিউডে কমবেশি আলোচনায় থাকেন নির্মাতা-প্রযোজক ও সঞ্চালক করণ জোহর। নিজের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এর অতিথিদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। সবশেষ অনুষ্ঠানের নতুন সিজনের একটি পর্বে অতিথি করলেন এই মুহূর্তের সবচেয়ে আলোচিত দুই তারকা অক্ষয় কুমার ও সামান্থা রুথ প্রভুকে। 

কফি উইথ করণের নতুন সিজনের একটি পর্বে অতিথি হলেন অক্ষয় কুমার ও সামান্থা রুথ প্রভুহিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, অনুষ্ঠানের প্রমোতে দেখা গেছে কফি উইথ করণে অক্ষয় ও সামান্থার অভিনব এন্ট্রি। অনেকটা সিনেমার স্টাইলে প্রবেশ করেন দুজনে। নায়িকাকে কোলে তুলে নিয়ে আসেন নায়ক। অভিনেত্রী করণকে জানান, অক্ষয়ের কোলে সওয়ার হতে তাঁর মন্দ লাগেনি! 

 আগামী বৃহস্পতিবার কফি উইথ করণে মজার পর্বটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে‘কফি উইথ করণ’-এর মঞ্চে নাচতেও দেখা যাবে দুই তারকাকে। বাকি সবকিছুর মতোই থাকবে র‍্যাপিড ফায়ার রাউন্ড। অক্ষয়ের কাছে জানতে চাওয়া হয়, স্ত্রী টুইঙ্কেল খান্নাকে নিয়ে ক্রিস রক মশকরা করলে কী করবেন অভিনেতা? রসিকতার সঙ্গে অক্ষয়ের উত্তর, ‘ওর শেষকৃত্যের খরচ দেব।’

বোমা ফাটিয়েছেন সামান্থাও। করণকে বলেছেন, ‘লোকেদের সংসারের অশান্তির জন্য তুমিই দায়ী। সিনেমায় দেখাও কেথ্রিজি (কাভি খুশি কাভি গাম) আর বাস্তব হলো কেজিএফ। অভিনেত্রীর এই মন্তব্য শুনে লজ্জা পান সঞ্চালক করণ। আগামী বৃহস্পতিবার ‘কফি উইথ করণ’-এর এই মজার পর্বটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত