Ajker Patrika

করণের প্রস্তাব ফিরিয়ে দিলেন শাহরুখ

করণের প্রস্তাব ফিরিয়ে দিলেন শাহরুখ

প্রথম সিনেমায় বন্ধুর পাশে ছিলেন। প্রথম টক-শোতেও। কিন্তু এ বার ‘কফি উইথ করণ’-এ অতিথির আসনে বসবেন না শাহরুখ খান। চার বছর পর এই অনুষ্ঠান নিয়ে ফিরলেন করণ জোহর। চেয়েছিলেন প্রিয় বন্ধুকেও। আমন্ত্রণও জানিয়েছিলেন তাঁকে। কিন্তু তাঁর প্রস্তাব ফিরিয়ে দেন শাহরুখ। জানিয়ে দেন, এই বছর তিনি এই শোতে উপস্থিত থাকবেন না।

শাহরুখের এই প্রত্যাখ্যানের কারণ জানিয়ে করণ বলেন, ‘আমার মনে হয়, সিনেমায় বিস্ফোরণ ঘটাবে শাহরুখ। তাই ও খুব বেশি সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছে না বা কথা বলছে না। আমি সারাজীবন তার সব সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি। আশা করছি আগামী বছর মুক্তি পাওয়া শাহরুখের সিনেমাগুলো বক্স অফিসে সুনামি আনবে। ও মানুষকে অপেক্ষা করাচ্ছে। তারা যতটা অপেক্ষা করবে, ও তাদের তার চেয়েও বেশি ভালোবাসা ফিরিয়ে দেবে।’

করণ জোহর ও শাহরুখ খান। শাহরুখ আসছেন না ঠিকই। তবে করণের অতিথি হিসেবে দেখা যাবে আমির খানকে। সঞ্চালক নিজেই জানিয়েছেন সে কথা।

৭ জুলাই থেকে শুরু হয়েছে ‘কফি উইথ করণ'-এর নতুন সিজন। প্রথম পর্বে অতিথি ছিলেন রণবীর সিং এবং আলিয়া ভাট। পরবর্তীতে এই অনুষ্ঠানে দেখা যাবে অক্ষয় কুমার, সামান্থা প্রভু, অনন্যা পাণ্ডে, সারা আলি খান এবং জাহ্নবী কাপুরের মতো তারকাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত