আর আসছে না ‘কফি উইথ করণ’
ধর্মা প্রডাকশনের কর্ণধারকরণের এই ঘোষণার পর বেজায় মন খারাপ ‘কফি উইথ করণ’-এর দর্শকদের। এক ভক্ত লিখেছেন, ‘না করণ, আপনি এটা করতে পারেন না।’ আরেকজন লিখেন ‘একটা যুগের অবসান হলো’। অপর একজন লেখেন, ‘এটা খুবই দুঃসংবাদ, পরের সিজনের জন্য অপেক্ষায় ছিলাম।’ কেউ কেউ অবশ্য ভাবছেন এই পোস্টের পেছনে কোনো রহস্য রয়েছে, ল