ঢাকা: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সিনেমা তৈরি করছেন প্রযোজক করণ জোহর। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সে তথ্য জানিয়েছেন করণ জোহর।
ভারতীয় ইতিহাসে এখনও দগদগে ঘায়ের মতো ১৯১৯ সালের এই গণহত্যা। জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র মানুষদের উপর গুলি চালানো হয়েছিল। রক্তের স্রোত বয়ে গিয়েছিল জালিয়ানওয়ালাবাগ মাটিতে। প্রতিবাদের তীব্র আগুন সঞ্চারিত হয়েছিল সারা দেশে। হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজ সরকারের দেওয়া ‘নাইটহুড’ উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। গণহত্যার বিচারের দাবিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আদালতে মুখোমুখি হয়েছিলেন সি শংকরণ নায়ার। তাঁর প্রেক্ষাপটেই করণ প্রযোজিত সিনেমাটি তৈরি হবে।
নতুন এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন করণ সিং ত্যাগী। রঘু পালত ও পুষ্পা পালতের লেখা ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার’ উপন্যাসের ভিত্তিতে চিত্রনাট্য লেখার কাজ হচ্ছে। ছবিতে কারা অভিনয় করবেন সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু শোনা যায়নি। তবে, ছবির খবর প্রকাশ্যে আসতেই অনেকে অক্ষয় কুমারের নাম নিচ্ছেন। অনেকে আবার করণের প্রিয় বন্ধু শাহরুখ খানকে নেওয়ার দাবিও জানিয়েছেন। পাশাপাশি খুব শিগগিরিই শুটিং শুরু করার কথাও জানানো হয়েছে। তবে শুধুই জালিয়ানওয়ালাবাগ নয়, এই ঐতিহাসিক ছবিকে সি.শঙ্করণ নায়ার-এর বায়োপিকও বলা যায়। বিখ্যাত আইনজীবী সি.শঙ্করণ নায়ার যাঁর অক্লান্ত পরিশ্রমের ও মেধার ফলেই ব্রিটিশ সরকার জালিওয়ানওয়ালাবাগের এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। দীর্ঘসময় ধরে আদালতে চলা তাঁর ওই লড়াই জায়গা পেয়েছে ইতিহাসের পাতায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তাঁর এই জয় স্বস্তি দিয়েছিল বিপ্লবীদের। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন করে যেন প্রাণ পেয়েছিল। ।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এটি একটি কোর্টরুম ড্রামা হতে চলেছে। ছবিতে সেই সময়ের ভারতের একাধিক বিখ্যাত ঐতিহাসিক চরিত্রকেও দেখা যাবে। বইয়ের অন্যতম লেখক রঘু পালট-এর আরও একটি পরিচয় রয়েছে। সম্পর্কে তিনি সি.শঙ্করণ নায়ার-এর বংশধর।
ঢাকা: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সিনেমা তৈরি করছেন প্রযোজক করণ জোহর। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সে তথ্য জানিয়েছেন করণ জোহর।
ভারতীয় ইতিহাসে এখনও দগদগে ঘায়ের মতো ১৯১৯ সালের এই গণহত্যা। জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র মানুষদের উপর গুলি চালানো হয়েছিল। রক্তের স্রোত বয়ে গিয়েছিল জালিয়ানওয়ালাবাগ মাটিতে। প্রতিবাদের তীব্র আগুন সঞ্চারিত হয়েছিল সারা দেশে। হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজ সরকারের দেওয়া ‘নাইটহুড’ উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। গণহত্যার বিচারের দাবিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আদালতে মুখোমুখি হয়েছিলেন সি শংকরণ নায়ার। তাঁর প্রেক্ষাপটেই করণ প্রযোজিত সিনেমাটি তৈরি হবে।
নতুন এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন করণ সিং ত্যাগী। রঘু পালত ও পুষ্পা পালতের লেখা ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার’ উপন্যাসের ভিত্তিতে চিত্রনাট্য লেখার কাজ হচ্ছে। ছবিতে কারা অভিনয় করবেন সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু শোনা যায়নি। তবে, ছবির খবর প্রকাশ্যে আসতেই অনেকে অক্ষয় কুমারের নাম নিচ্ছেন। অনেকে আবার করণের প্রিয় বন্ধু শাহরুখ খানকে নেওয়ার দাবিও জানিয়েছেন। পাশাপাশি খুব শিগগিরিই শুটিং শুরু করার কথাও জানানো হয়েছে। তবে শুধুই জালিয়ানওয়ালাবাগ নয়, এই ঐতিহাসিক ছবিকে সি.শঙ্করণ নায়ার-এর বায়োপিকও বলা যায়। বিখ্যাত আইনজীবী সি.শঙ্করণ নায়ার যাঁর অক্লান্ত পরিশ্রমের ও মেধার ফলেই ব্রিটিশ সরকার জালিওয়ানওয়ালাবাগের এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। দীর্ঘসময় ধরে আদালতে চলা তাঁর ওই লড়াই জায়গা পেয়েছে ইতিহাসের পাতায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তাঁর এই জয় স্বস্তি দিয়েছিল বিপ্লবীদের। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন করে যেন প্রাণ পেয়েছিল। ।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এটি একটি কোর্টরুম ড্রামা হতে চলেছে। ছবিতে সেই সময়ের ভারতের একাধিক বিখ্যাত ঐতিহাসিক চরিত্রকেও দেখা যাবে। বইয়ের অন্যতম লেখক রঘু পালট-এর আরও একটি পরিচয় রয়েছে। সম্পর্কে তিনি সি.শঙ্করণ নায়ার-এর বংশধর।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ (জুরি) জিতেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’। আজ বৃহস্পতিবার মোহাম্মদ নূরুজ্জামানের হাতে এই প্রশংসাপত্র তুলে দেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃপক্ষ।
৪৪ মিনিট আগেদেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
১২ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
১২ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
১২ ঘণ্টা আগে