ঢাকা: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সিনেমা তৈরি করছেন প্রযোজক করণ জোহর। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সে তথ্য জানিয়েছেন করণ জোহর।
ভারতীয় ইতিহাসে এখনও দগদগে ঘায়ের মতো ১৯১৯ সালের এই গণহত্যা। জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র মানুষদের উপর গুলি চালানো হয়েছিল। রক্তের স্রোত বয়ে গিয়েছিল জালিয়ানওয়ালাবাগ মাটিতে। প্রতিবাদের তীব্র আগুন সঞ্চারিত হয়েছিল সারা দেশে। হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজ সরকারের দেওয়া ‘নাইটহুড’ উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। গণহত্যার বিচারের দাবিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আদালতে মুখোমুখি হয়েছিলেন সি শংকরণ নায়ার। তাঁর প্রেক্ষাপটেই করণ প্রযোজিত সিনেমাটি তৈরি হবে।
নতুন এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন করণ সিং ত্যাগী। রঘু পালত ও পুষ্পা পালতের লেখা ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার’ উপন্যাসের ভিত্তিতে চিত্রনাট্য লেখার কাজ হচ্ছে। ছবিতে কারা অভিনয় করবেন সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু শোনা যায়নি। তবে, ছবির খবর প্রকাশ্যে আসতেই অনেকে অক্ষয় কুমারের নাম নিচ্ছেন। অনেকে আবার করণের প্রিয় বন্ধু শাহরুখ খানকে নেওয়ার দাবিও জানিয়েছেন। পাশাপাশি খুব শিগগিরিই শুটিং শুরু করার কথাও জানানো হয়েছে। তবে শুধুই জালিয়ানওয়ালাবাগ নয়, এই ঐতিহাসিক ছবিকে সি.শঙ্করণ নায়ার-এর বায়োপিকও বলা যায়। বিখ্যাত আইনজীবী সি.শঙ্করণ নায়ার যাঁর অক্লান্ত পরিশ্রমের ও মেধার ফলেই ব্রিটিশ সরকার জালিওয়ানওয়ালাবাগের এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। দীর্ঘসময় ধরে আদালতে চলা তাঁর ওই লড়াই জায়গা পেয়েছে ইতিহাসের পাতায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তাঁর এই জয় স্বস্তি দিয়েছিল বিপ্লবীদের। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন করে যেন প্রাণ পেয়েছিল। ।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এটি একটি কোর্টরুম ড্রামা হতে চলেছে। ছবিতে সেই সময়ের ভারতের একাধিক বিখ্যাত ঐতিহাসিক চরিত্রকেও দেখা যাবে। বইয়ের অন্যতম লেখক রঘু পালট-এর আরও একটি পরিচয় রয়েছে। সম্পর্কে তিনি সি.শঙ্করণ নায়ার-এর বংশধর।
ঢাকা: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সিনেমা তৈরি করছেন প্রযোজক করণ জোহর। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সে তথ্য জানিয়েছেন করণ জোহর।
ভারতীয় ইতিহাসে এখনও দগদগে ঘায়ের মতো ১৯১৯ সালের এই গণহত্যা। জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র মানুষদের উপর গুলি চালানো হয়েছিল। রক্তের স্রোত বয়ে গিয়েছিল জালিয়ানওয়ালাবাগ মাটিতে। প্রতিবাদের তীব্র আগুন সঞ্চারিত হয়েছিল সারা দেশে। হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজ সরকারের দেওয়া ‘নাইটহুড’ উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। গণহত্যার বিচারের দাবিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আদালতে মুখোমুখি হয়েছিলেন সি শংকরণ নায়ার। তাঁর প্রেক্ষাপটেই করণ প্রযোজিত সিনেমাটি তৈরি হবে।
নতুন এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন করণ সিং ত্যাগী। রঘু পালত ও পুষ্পা পালতের লেখা ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার’ উপন্যাসের ভিত্তিতে চিত্রনাট্য লেখার কাজ হচ্ছে। ছবিতে কারা অভিনয় করবেন সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু শোনা যায়নি। তবে, ছবির খবর প্রকাশ্যে আসতেই অনেকে অক্ষয় কুমারের নাম নিচ্ছেন। অনেকে আবার করণের প্রিয় বন্ধু শাহরুখ খানকে নেওয়ার দাবিও জানিয়েছেন। পাশাপাশি খুব শিগগিরিই শুটিং শুরু করার কথাও জানানো হয়েছে। তবে শুধুই জালিয়ানওয়ালাবাগ নয়, এই ঐতিহাসিক ছবিকে সি.শঙ্করণ নায়ার-এর বায়োপিকও বলা যায়। বিখ্যাত আইনজীবী সি.শঙ্করণ নায়ার যাঁর অক্লান্ত পরিশ্রমের ও মেধার ফলেই ব্রিটিশ সরকার জালিওয়ানওয়ালাবাগের এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। দীর্ঘসময় ধরে আদালতে চলা তাঁর ওই লড়াই জায়গা পেয়েছে ইতিহাসের পাতায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তাঁর এই জয় স্বস্তি দিয়েছিল বিপ্লবীদের। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন করে যেন প্রাণ পেয়েছিল। ।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এটি একটি কোর্টরুম ড্রামা হতে চলেছে। ছবিতে সেই সময়ের ভারতের একাধিক বিখ্যাত ঐতিহাসিক চরিত্রকেও দেখা যাবে। বইয়ের অন্যতম লেখক রঘু পালট-এর আরও একটি পরিচয় রয়েছে। সম্পর্কে তিনি সি.শঙ্করণ নায়ার-এর বংশধর।
সীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি ও মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১৯ মিনিট আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
৪ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
৪ ঘণ্টা আগেইরানের এই সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা জাফর পানাহি। শেষ তিন দশকে সিনেমা বানানোর অধিকারের জন্য, শিল্পীর স্বাধীনতার জন্য তিনি অনেক লড়াই করেছেন ইরান সরকারের বিরুদ্ধে। ফলে তিনবার কারাবরণ করতে হয়েছে পানাহিকে। তাঁর সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ছিল সাক্ষাৎকার দেওয়া কিংবা বিদেশে...
৫ ঘণ্টা আগে