Ajker Patrika

কাজল ও টুইঙ্কেলের বিস্ফোরক প্রশ্নে ঘায়েল হবেন তারকারা

বিনোদন ডেস্ক
‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শোর পোস্টার। ছবি: ইনস্টাগ্রাম
‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শোর পোস্টার। ছবি: ইনস্টাগ্রাম

বলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।

দুজনেই ঠোঁটকাটা স্বভাবের। উচিত কথা মুখের ওপর বলতে একবারও ভাবেন না। বলিউডে তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ার কাজলের। সিনেমার বাইরে বিভিন্ন সাক্ষাৎকার কিংবা সোশ্যাল মিডিয়া উপস্থিতিতে তাঁর পরোয়াহীন চরিত্রের প্রমাণ পাওয়া যায়।

অন্যদিকে, টুইঙ্কেল খান্না তো স্যাটায়ারে সিদ্ধহস্ত। এক সময়ের এই অভিনেত্রী পরবর্তী সময়ে লেখিকা ও কলামিস্ট হিসেবেই পরিচিতি পেয়েছেন বেশি। সমসাময়িক ভারতীয় সমাজের ওপর লেখা তাঁর কলাম এবং বই যেমন সমালোচিত হয়েছে, তেমন পাঠকদের প্রশংসাও কুড়িয়েছে।

এবার এ দুজনকে দেখা যাবে একসঙ্গে। প্রাইম ভিডিও আনছে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ নামের নতুন টক শো। যেখানে এক ফ্রেমে ধরা দেবেন কাজল আর টুইঙ্কেল খান্না। এই ‘আনস্ক্রিপ্টেড’ টক শোতে যা ঘটবে, তা আগাম আন্দাজ করা খুবই কঠিন। নামী বলিউড তারকারা থাকবেন অতিথি হিসেবে, কিন্তু কথা হবে কোনো ফিল্টার ছাড়াই। সোজাসুজি তির্যক প্রশ্ন, অপ্রত্যাশিত স্বীকারোক্তি আর নির্ভেজাল হিউমার—এককথায় ঝাঁজালো বিনোদন মিলবে এই শোতে।

শোটি নিয়ে সব চেয়ে মজার প্রতিক্রিয়া এল টুইঙ্কেল খান্নার স্বামী তথা বলিউড তারকা অক্ষয় কুমারের কাছ থেকে। অনুষ্ঠানটির পোস্টার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি মজার ভঙ্গিতে লিখেছেন, ‘এই দুজনকে এক ফ্রেমে দেখেই ভয় লাগছে, ভাবতে পারছি না শোতে ঠিক কী হবে!’

যেভাবে ‘কফি উইথ করণ’ বা ‘নো ফিল্টার নেহা’ টক শো জনপ্রিয়তা পেয়েছে, কাজল-টুইঙ্কেলের এ শোর ক্ষেত্রে তা যেন আরও কয়েক গুণ বিস্ফোরক। শোনা যাচ্ছে, অতিথি তালিকায় থাকছে শাহরুখ খান থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কারিনা কাপুর, রিতেশ-জেনেলিয়া—একের পর এক চমকপ্রদ নাম।

টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল টক শোটি প্রযোজনা করছে বানিজে এশিয়া। ‘টেম্পটেশন আইল্যান্ড’, ‘এমটিভি রোডিস’, ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’, ‘দ্য নাইট ম্যানেজার’, ‘হোস্টেস’-এর মতো অসংখ্য জনপ্রিয় কনটেন্টের নির্মাতা প্রতিষ্ঠান এটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত