বিনোদন ডেস্ক
বলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
দুজনেই ঠোঁটকাটা স্বভাবের। উচিত কথা মুখের ওপর বলতে একবারও ভাবেন না। বলিউডে তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ার কাজলের। সিনেমার বাইরে বিভিন্ন সাক্ষাৎকার কিংবা সোশ্যাল মিডিয়া উপস্থিতিতে তাঁর পরোয়াহীন চরিত্রের প্রমাণ পাওয়া যায়।
অন্যদিকে, টুইঙ্কেল খান্না তো স্যাটায়ারে সিদ্ধহস্ত। এক সময়ের এই অভিনেত্রী পরবর্তী সময়ে লেখিকা ও কলামিস্ট হিসেবেই পরিচিতি পেয়েছেন বেশি। সমসাময়িক ভারতীয় সমাজের ওপর লেখা তাঁর কলাম এবং বই যেমন সমালোচিত হয়েছে, তেমন পাঠকদের প্রশংসাও কুড়িয়েছে।
এবার এ দুজনকে দেখা যাবে একসঙ্গে। প্রাইম ভিডিও আনছে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ নামের নতুন টক শো। যেখানে এক ফ্রেমে ধরা দেবেন কাজল আর টুইঙ্কেল খান্না। এই ‘আনস্ক্রিপ্টেড’ টক শোতে যা ঘটবে, তা আগাম আন্দাজ করা খুবই কঠিন। নামী বলিউড তারকারা থাকবেন অতিথি হিসেবে, কিন্তু কথা হবে কোনো ফিল্টার ছাড়াই। সোজাসুজি তির্যক প্রশ্ন, অপ্রত্যাশিত স্বীকারোক্তি আর নির্ভেজাল হিউমার—এককথায় ঝাঁজালো বিনোদন মিলবে এই শোতে।
শোটি নিয়ে সব চেয়ে মজার প্রতিক্রিয়া এল টুইঙ্কেল খান্নার স্বামী তথা বলিউড তারকা অক্ষয় কুমারের কাছ থেকে। অনুষ্ঠানটির পোস্টার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি মজার ভঙ্গিতে লিখেছেন, ‘এই দুজনকে এক ফ্রেমে দেখেই ভয় লাগছে, ভাবতে পারছি না শোতে ঠিক কী হবে!’
যেভাবে ‘কফি উইথ করণ’ বা ‘নো ফিল্টার নেহা’ টক শো জনপ্রিয়তা পেয়েছে, কাজল-টুইঙ্কেলের এ শোর ক্ষেত্রে তা যেন আরও কয়েক গুণ বিস্ফোরক। শোনা যাচ্ছে, অতিথি তালিকায় থাকছে শাহরুখ খান থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কারিনা কাপুর, রিতেশ-জেনেলিয়া—একের পর এক চমকপ্রদ নাম।
টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল টক শোটি প্রযোজনা করছে বানিজে এশিয়া। ‘টেম্পটেশন আইল্যান্ড’, ‘এমটিভি রোডিস’, ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’, ‘দ্য নাইট ম্যানেজার’, ‘হোস্টেস’-এর মতো অসংখ্য জনপ্রিয় কনটেন্টের নির্মাতা প্রতিষ্ঠান এটি।
বলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
দুজনেই ঠোঁটকাটা স্বভাবের। উচিত কথা মুখের ওপর বলতে একবারও ভাবেন না। বলিউডে তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ার কাজলের। সিনেমার বাইরে বিভিন্ন সাক্ষাৎকার কিংবা সোশ্যাল মিডিয়া উপস্থিতিতে তাঁর পরোয়াহীন চরিত্রের প্রমাণ পাওয়া যায়।
অন্যদিকে, টুইঙ্কেল খান্না তো স্যাটায়ারে সিদ্ধহস্ত। এক সময়ের এই অভিনেত্রী পরবর্তী সময়ে লেখিকা ও কলামিস্ট হিসেবেই পরিচিতি পেয়েছেন বেশি। সমসাময়িক ভারতীয় সমাজের ওপর লেখা তাঁর কলাম এবং বই যেমন সমালোচিত হয়েছে, তেমন পাঠকদের প্রশংসাও কুড়িয়েছে।
এবার এ দুজনকে দেখা যাবে একসঙ্গে। প্রাইম ভিডিও আনছে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ নামের নতুন টক শো। যেখানে এক ফ্রেমে ধরা দেবেন কাজল আর টুইঙ্কেল খান্না। এই ‘আনস্ক্রিপ্টেড’ টক শোতে যা ঘটবে, তা আগাম আন্দাজ করা খুবই কঠিন। নামী বলিউড তারকারা থাকবেন অতিথি হিসেবে, কিন্তু কথা হবে কোনো ফিল্টার ছাড়াই। সোজাসুজি তির্যক প্রশ্ন, অপ্রত্যাশিত স্বীকারোক্তি আর নির্ভেজাল হিউমার—এককথায় ঝাঁজালো বিনোদন মিলবে এই শোতে।
শোটি নিয়ে সব চেয়ে মজার প্রতিক্রিয়া এল টুইঙ্কেল খান্নার স্বামী তথা বলিউড তারকা অক্ষয় কুমারের কাছ থেকে। অনুষ্ঠানটির পোস্টার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি মজার ভঙ্গিতে লিখেছেন, ‘এই দুজনকে এক ফ্রেমে দেখেই ভয় লাগছে, ভাবতে পারছি না শোতে ঠিক কী হবে!’
যেভাবে ‘কফি উইথ করণ’ বা ‘নো ফিল্টার নেহা’ টক শো জনপ্রিয়তা পেয়েছে, কাজল-টুইঙ্কেলের এ শোর ক্ষেত্রে তা যেন আরও কয়েক গুণ বিস্ফোরক। শোনা যাচ্ছে, অতিথি তালিকায় থাকছে শাহরুখ খান থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কারিনা কাপুর, রিতেশ-জেনেলিয়া—একের পর এক চমকপ্রদ নাম।
টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল টক শোটি প্রযোজনা করছে বানিজে এশিয়া। ‘টেম্পটেশন আইল্যান্ড’, ‘এমটিভি রোডিস’, ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’, ‘দ্য নাইট ম্যানেজার’, ‘হোস্টেস’-এর মতো অসংখ্য জনপ্রিয় কনটেন্টের নির্মাতা প্রতিষ্ঠান এটি।
নাট্য সংগঠন বটতলার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে নাটক ‘খনা’। আগামীকাল সোমবার একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চায়িত হবে খনা নাটকের ৯৩তম প্রদর্শনী।
৬ ঘণ্টা আগেস্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
৬ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী কন্যাশিশু রজবের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ডকুড্রামা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সিলভার লায়ন পুরস্কার জিতেছে। ‘সিলভার লায়ন’ এই উৎসবের দ্বিতীয় সেরা ছবির পুরস্কার। ছবিটি নির্মাণ করেছেন ফরাসি-তিউনিসীয় পরিচালক কুসারু বিন হানিয়া।
১৮ ঘণ্টা আগেপ্রিন্স সিনেমায় অমিত রায়ের যুক্ত হওয়ার খবর জানিয়ে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি।'
১ দিন আগে