বিনোদন ডেস্ক
ইরানের এই সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা জাফর পানাহি। শেষ তিন দশকে সিনেমা বানানোর অধিকারের জন্য, শিল্পীর স্বাধীনতার জন্য তিনি অনেক লড়াই করেছেন ইরান সরকারের বিরুদ্ধে। ফলে তিনবার কারাবরণ করতে হয়েছে পানাহিকে। তাঁর সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ছিল সাক্ষাৎকার দেওয়া কিংবা বিদেশে যাওয়ার ওপরও নানা বাধা।
কিন্তু কিছুতেই সিনেমা নির্মাণ থেকে তাঁকে বিরত রাখা যায়নি। জাফর পানাহির সর্বশেষ সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ এবারের কান চলচ্চিত্র উৎসবে সেরার পুরস্কার পেয়েছে।
জাফর পানাহিকে এবার বড় সম্মাননা দিচ্ছে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ২০২৫ সালের ‘এশিয়ান ফিল্মমেকার অব দ্য ইয়ার’ পুরস্কারের জন্য মনোনীত করা করা হয়েছে তাঁকে। আগামী ১৭ থেকে ২৬ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার পোর্ট সিটিতে বসবে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম আসর। সেখানেই সম্মাননা জানানো হবে জাফর পানাহিকে।
বুসানের এই পুরস্কারটি জাফর পানাহিকে আরও অনেকটা পরিচিতি এনে দিল। ইরানের বিদ্রোহী কণ্ঠস্বর হিসেবে তাঁর অবস্থানকে আরও দৃঢ় করল।
প্রতি বছর এ পুরস্কার এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হয়, এশিয়ান চলচ্চিত্রে যাঁরা অসামান্য অবদান রেখেছেন। এর আগে এ স্বীকৃতি পেয়েছেন কিয়োশি কুরোসাওয়া, হিরোকাজু কোরে-এদা, মোহসেন মাখবালবাখ, চৌ ইউন-ফাত, টনি লিউং, রিউইচি সাকামোতোসহ অনেকে।
এশিয়ান ফিল্মমেকার অব দ্য ইয়ার পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় জাফর পানাহি বলেন, ‘যখন আমাদের দেশে সিনেমা বানানো প্রতিদিন আরও কঠিন হয়ে উঠছে, তখন এই স্বীকৃতি আমাকে মনে করিয়ে দেয়—সিনেমা এখনো সীমান্ত, ভাষা ও যাবতীয় প্রতিবন্ধকতা অতিক্রম করে আমাদের যুক্ত করতে পারে। আমি শুধু নিজের পক্ষেই এই পুরস্কার গ্রহণ করছি না; বরং তাঁদের পক্ষেও, যাঁরা নীরবে, নির্বাসনে কিংবা চাপে থেকেও সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন।’
ইরানের এই সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা জাফর পানাহি। শেষ তিন দশকে সিনেমা বানানোর অধিকারের জন্য, শিল্পীর স্বাধীনতার জন্য তিনি অনেক লড়াই করেছেন ইরান সরকারের বিরুদ্ধে। ফলে তিনবার কারাবরণ করতে হয়েছে পানাহিকে। তাঁর সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ছিল সাক্ষাৎকার দেওয়া কিংবা বিদেশে যাওয়ার ওপরও নানা বাধা।
কিন্তু কিছুতেই সিনেমা নির্মাণ থেকে তাঁকে বিরত রাখা যায়নি। জাফর পানাহির সর্বশেষ সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ এবারের কান চলচ্চিত্র উৎসবে সেরার পুরস্কার পেয়েছে।
জাফর পানাহিকে এবার বড় সম্মাননা দিচ্ছে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ২০২৫ সালের ‘এশিয়ান ফিল্মমেকার অব দ্য ইয়ার’ পুরস্কারের জন্য মনোনীত করা করা হয়েছে তাঁকে। আগামী ১৭ থেকে ২৬ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার পোর্ট সিটিতে বসবে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম আসর। সেখানেই সম্মাননা জানানো হবে জাফর পানাহিকে।
বুসানের এই পুরস্কারটি জাফর পানাহিকে আরও অনেকটা পরিচিতি এনে দিল। ইরানের বিদ্রোহী কণ্ঠস্বর হিসেবে তাঁর অবস্থানকে আরও দৃঢ় করল।
প্রতি বছর এ পুরস্কার এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হয়, এশিয়ান চলচ্চিত্রে যাঁরা অসামান্য অবদান রেখেছেন। এর আগে এ স্বীকৃতি পেয়েছেন কিয়োশি কুরোসাওয়া, হিরোকাজু কোরে-এদা, মোহসেন মাখবালবাখ, চৌ ইউন-ফাত, টনি লিউং, রিউইচি সাকামোতোসহ অনেকে।
এশিয়ান ফিল্মমেকার অব দ্য ইয়ার পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় জাফর পানাহি বলেন, ‘যখন আমাদের দেশে সিনেমা বানানো প্রতিদিন আরও কঠিন হয়ে উঠছে, তখন এই স্বীকৃতি আমাকে মনে করিয়ে দেয়—সিনেমা এখনো সীমান্ত, ভাষা ও যাবতীয় প্রতিবন্ধকতা অতিক্রম করে আমাদের যুক্ত করতে পারে। আমি শুধু নিজের পক্ষেই এই পুরস্কার গ্রহণ করছি না; বরং তাঁদের পক্ষেও, যাঁরা নীরবে, নির্বাসনে কিংবা চাপে থেকেও সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন।’
সংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
৯ মিনিট আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
১৪ মিনিট আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগেগত বছরের শেষ দিকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে খবরের শিরোনাম হন টিভি নাটকের অভিনেত্রী—তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহ করছিলেন তাঁরা।
১ দিন আগে