করণ জোহরের সিনেমা মানেই বলিউডজুড়ে আলোচনা। তার ছবিতে অভিনয়ের প্রস্তাব যেন অভিনয়শিল্পীদের ভাগ্যের ব্যাপার। আর সেই পরিচালককে না করে দিলেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালক করণকে জানিয়ে দিয়েছেন রণবীর সিং, আলিয়া ভাটকে নিয়ে তৈরি হওয়া করণের নতুন ছবি ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে তিনি কাজ করছেন না।
কয়েকদিন আগেই খবরে আসে করণ তাঁর নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য কলকাতার অভিনেতা টোটা রায় চৌধুরী সাইন করেছেন। টোটাও খবরটি নিশ্চিত করেছেন। তবে ছবি নিয়ে কিছু জানাতে চাননি। তারপরই শোনা যায়, শুধু টোটা নয়, করণ জোহর নাকি পরমব্রত এবং অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়কেও ছবির অফার দিয়েছেন। সেই ছবির অফারই ফিরিয়ে দিয়েছেন পরম।
পরমব্রত জানিয়েছেন, ‘করণ জোহরের অফারটি পেয়ে সত্যিই খুব ভাল লেগেছিল। তবে যে চরিত্রটা আমাকে অফার করা হয়েছিল, সেটায় আমার বিশেষ কিছু করার নেই। এই মুহূর্তে আমি ক্যারিয়ারের যে পর্যায়ে, সেখানে দাঁড়িয়ে এরকম চরিত্রে অভিনয় করাটা ঠিক মনে হয়নি আমার। তবে ছবির চিত্রনাট্য খুব ভাল। দারুণ সব অভিনেতারা রয়েছেন। দর্শকরা অবশ্যই এই ছবি দেখতে যাবেন।’
করণ জোহর পরিচালকের আসনে থেকে সর্বশেষ ছবি বানিয়েছেন ‘অ্যায় দিল হে মুশকিল’। রণবীর কাপুর, আনুশকা শর্মা, ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে তৈরি সেই ছবি ব্যবসায়ীকভাবে সফল হয়নি। তারপর থেকেই করণ জোহর যেন নিজেকে একটু গুটিয়ে নিয়েছিলেন। ছবি পরিচালনা ছেড়ে, প্রযোজনাতেই মন দিয়েছিলেন। তবে নেটফ্লিক্সের দুটো সিরিজে করণ জোহর স্বল্পদৈর্ঘ্য দুটি ছবি বানিয়ে প্রশংসিত হয়েছিলেন। প্রায় ৫ বছর পর এবার ছবি পরিচালনায় হাত দিতে চলেছেন করণ।
করণ জোহরের সিনেমা মানেই বলিউডজুড়ে আলোচনা। তার ছবিতে অভিনয়ের প্রস্তাব যেন অভিনয়শিল্পীদের ভাগ্যের ব্যাপার। আর সেই পরিচালককে না করে দিলেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালক করণকে জানিয়ে দিয়েছেন রণবীর সিং, আলিয়া ভাটকে নিয়ে তৈরি হওয়া করণের নতুন ছবি ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে তিনি কাজ করছেন না।
কয়েকদিন আগেই খবরে আসে করণ তাঁর নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য কলকাতার অভিনেতা টোটা রায় চৌধুরী সাইন করেছেন। টোটাও খবরটি নিশ্চিত করেছেন। তবে ছবি নিয়ে কিছু জানাতে চাননি। তারপরই শোনা যায়, শুধু টোটা নয়, করণ জোহর নাকি পরমব্রত এবং অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়কেও ছবির অফার দিয়েছেন। সেই ছবির অফারই ফিরিয়ে দিয়েছেন পরম।
পরমব্রত জানিয়েছেন, ‘করণ জোহরের অফারটি পেয়ে সত্যিই খুব ভাল লেগেছিল। তবে যে চরিত্রটা আমাকে অফার করা হয়েছিল, সেটায় আমার বিশেষ কিছু করার নেই। এই মুহূর্তে আমি ক্যারিয়ারের যে পর্যায়ে, সেখানে দাঁড়িয়ে এরকম চরিত্রে অভিনয় করাটা ঠিক মনে হয়নি আমার। তবে ছবির চিত্রনাট্য খুব ভাল। দারুণ সব অভিনেতারা রয়েছেন। দর্শকরা অবশ্যই এই ছবি দেখতে যাবেন।’
করণ জোহর পরিচালকের আসনে থেকে সর্বশেষ ছবি বানিয়েছেন ‘অ্যায় দিল হে মুশকিল’। রণবীর কাপুর, আনুশকা শর্মা, ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে তৈরি সেই ছবি ব্যবসায়ীকভাবে সফল হয়নি। তারপর থেকেই করণ জোহর যেন নিজেকে একটু গুটিয়ে নিয়েছিলেন। ছবি পরিচালনা ছেড়ে, প্রযোজনাতেই মন দিয়েছিলেন। তবে নেটফ্লিক্সের দুটো সিরিজে করণ জোহর স্বল্পদৈর্ঘ্য দুটি ছবি বানিয়ে প্রশংসিত হয়েছিলেন। প্রায় ৫ বছর পর এবার ছবি পরিচালনায় হাত দিতে চলেছেন করণ।
সীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি ও মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
২১ মিনিট আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
৪ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
৪ ঘণ্টা আগেইরানের এই সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা জাফর পানাহি। শেষ তিন দশকে সিনেমা বানানোর অধিকারের জন্য, শিল্পীর স্বাধীনতার জন্য তিনি অনেক লড়াই করেছেন ইরান সরকারের বিরুদ্ধে। ফলে তিনবার কারাবরণ করতে হয়েছে পানাহিকে। তাঁর সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ছিল সাক্ষাৎকার দেওয়া কিংবা বিদেশে...
৫ ঘণ্টা আগে