রবিবার প্রকাশ হয়েছে করণ জোহর প্রযোজিত ‘যুগ যুগ জিও’ সিনেমার ট্রেলার। সিনেমাটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একদিকে সিনেমার প্রযোজকদের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ আনলেন ভারতীয় লেখক বিশাল এ. সিং, অন্যদিকে গান চুরির অভিযোগ পাকিস্তানি গায়ক আবরার উল হকের। করণ জোহর ও তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানকে ট্যাগ করেই টুইটারে অভিযোগ জানিয়েছেন দুইজন।
বিবাহিত দম্পতির সম্পর্কের গল্প ‘যুগ যুগ জিও’। রাজ মেহতার পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন অনিল কাপুর, নীতু কাপুর, বরুণ ধবন, কিয়ারা আদবাণী, মণীশ পাল প্রমুখ। রবিবার ট্রেলার প্রকাশ হওয়ার পর টুইটারে বিশাল এ, সিং অভিযোগ করেন, এই গল্প তিনি ‘বান্নিরানি’ নামের সিনেমা তৈরির জন্য নথিভূক্ত করিয়েছিলেন ২০২০ সালের জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে গল্পটি করণের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনকে মেইলের মাধ্যমে পাঠিয়েছিলেন। যৌথভাবে সিনেমাটি প্রযোজনাও করতে চেয়েছিলেন। করণের প্রতিষ্ঠান থেকে সেই মেইলের উত্তরও দেওয়া হয়েছিল। কিন্তু তাকে না জানিয়ে সিনেমাটি নির্মাণ হয়েছে। কোনোরকম পারিশ্রমিক না দিয়েই তৈরী হয়েছে সিনেমা।
বিশালের এই টুইটের পর ‘যুগ যুগ জিও’ সিনেমার বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন পাকিস্তানি গায়ক আবরার উল হক। তাঁর অভিযোগ, ‘নাচ পাঞ্জাবন’ নামের যে গান ‘যুগ যুগ জিও’ সিনেমায় রয়েছে, সেই গানের কপিরাইট তাঁর কাছে রয়েছে। এর আগে ছয়টি গান বলিউড পরিচালকরা তাকে অবহিত না করেই নিজেদের সিনেমায় ব্যবহার করেছেন বলেও এই পাকিস্তানি গায়কের অভিযোগ।
করণ জোহরের মতো প্রযোজকের এমন কাজ করা উচিত নয় বলেই টুইট করেন আবরার উল হক। এমন ঘটনায় তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন বলেও জানান। ২৪ জুন ‘যুগ যুগ জিও’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। তার আগে এই বিতর্কে বেশ বিপাকে পড়তে পারেন করণ জোহর। এমনটাই মনে করছেন অনেকে। যদিও করণ বা তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
রবিবার প্রকাশ হয়েছে করণ জোহর প্রযোজিত ‘যুগ যুগ জিও’ সিনেমার ট্রেলার। সিনেমাটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একদিকে সিনেমার প্রযোজকদের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ আনলেন ভারতীয় লেখক বিশাল এ. সিং, অন্যদিকে গান চুরির অভিযোগ পাকিস্তানি গায়ক আবরার উল হকের। করণ জোহর ও তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানকে ট্যাগ করেই টুইটারে অভিযোগ জানিয়েছেন দুইজন।
বিবাহিত দম্পতির সম্পর্কের গল্প ‘যুগ যুগ জিও’। রাজ মেহতার পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন অনিল কাপুর, নীতু কাপুর, বরুণ ধবন, কিয়ারা আদবাণী, মণীশ পাল প্রমুখ। রবিবার ট্রেলার প্রকাশ হওয়ার পর টুইটারে বিশাল এ, সিং অভিযোগ করেন, এই গল্প তিনি ‘বান্নিরানি’ নামের সিনেমা তৈরির জন্য নথিভূক্ত করিয়েছিলেন ২০২০ সালের জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে গল্পটি করণের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনকে মেইলের মাধ্যমে পাঠিয়েছিলেন। যৌথভাবে সিনেমাটি প্রযোজনাও করতে চেয়েছিলেন। করণের প্রতিষ্ঠান থেকে সেই মেইলের উত্তরও দেওয়া হয়েছিল। কিন্তু তাকে না জানিয়ে সিনেমাটি নির্মাণ হয়েছে। কোনোরকম পারিশ্রমিক না দিয়েই তৈরী হয়েছে সিনেমা।
বিশালের এই টুইটের পর ‘যুগ যুগ জিও’ সিনেমার বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন পাকিস্তানি গায়ক আবরার উল হক। তাঁর অভিযোগ, ‘নাচ পাঞ্জাবন’ নামের যে গান ‘যুগ যুগ জিও’ সিনেমায় রয়েছে, সেই গানের কপিরাইট তাঁর কাছে রয়েছে। এর আগে ছয়টি গান বলিউড পরিচালকরা তাকে অবহিত না করেই নিজেদের সিনেমায় ব্যবহার করেছেন বলেও এই পাকিস্তানি গায়কের অভিযোগ।
করণ জোহরের মতো প্রযোজকের এমন কাজ করা উচিত নয় বলেই টুইট করেন আবরার উল হক। এমন ঘটনায় তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন বলেও জানান। ২৪ জুন ‘যুগ যুগ জিও’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। তার আগে এই বিতর্কে বেশ বিপাকে পড়তে পারেন করণ জোহর। এমনটাই মনে করছেন অনেকে। যদিও করণ বা তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
১৪ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
১৫ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১ দিন আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১ দিন আগে