সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’ আর বিতর্ক যেন এক সুতোয় গাঁথা। শোয়ের সাত নম্বর সিজন চলছে। আগের সিজনগুলোর বিভিন্ন অ্যাপিসোডে বিতর্কের সৃষ্টি হয়েছে। নতুন সিজনও ব্যতিক্রম নয়।
কফি উইথ করণের চলতি সিজনে খুব সতর্ক থাকবেন বলে জানিয়েছিলেন এর সঞ্চালক করণ জোহর। তবে শেষ পর্যন্ত সেই বিতর্কে জড়িয়েই পড়লেন এই নির্মাতা-প্রযোজক। সম্প্রতি করণের টক শোর একটি অ্যাপিসোডে অতিথি হয়েছিলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। সে সময় দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন করণ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, লেটেস্ট ওই অ্যাপিসোডে সামান্থাকে করণ প্রশ্ন করেছিলেন, তাঁর মতে দক্ষিণের সেরা অভিনেত্রী কে। উত্তরে অভিনেত্রী নয়নতারার নাম বলেন। সামান্থার উত্তর শুনে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে করণ বলেন, ‘আমার লিস্টে না’। করণের ভাষ্য, তাঁর কাছে থাকা ‘অরম্যাক্স মিডিয়া’ লিস্টে নাম্বার ওয়ান স্টার সামান্থা রুথ প্রভু।
এমন মন্তব্যের জেরে বেজায় চটেছেন নয়নতারার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নয়নতারার ভক্ত-অনুরাগীরা বলেন, করণ জোহর কাউকে সম্মান করতে পারেন না। নয়নতারার মতো একজন প্রভাবশালী অভিনেত্রীর কাছে তাঁর লিস্ট নগণ্য। অনেকে মন্তব্য করেছেন, নয়নতারার মতো একজন লেডি সুপারস্টারকে বিচার করার ক্ষমতা করণের নেই। অনুরাগীদের একাংশ আবার সামান্থারও প্রশংসা করেছেন। সামান্থা নয়নতারাকে যোগ্য সম্মান দিয়েছেন বলে মন্তব্য করেন কেউ কেউ।
নয়নতারাকে নিয়ে বিতর্কের আগে সামান্থার ব্যক্তিগত জীবনের আলাপ দিয়ে ট্রলড হয়েছেন করণ। সত্যি বলতে, কফি উইথ করণ মানেই যেন হাঁড়ির খবর ফাঁস করার প্ল্যাটফর্ম। এই শোয়ের দর্শক সেলেব্রিটির ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি বেশ উপভোগ করেন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশি গভীরে প্রশ্ন করার জন্য করণের সমালোচনা করেন অনেকেই।
সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’ আর বিতর্ক যেন এক সুতোয় গাঁথা। শোয়ের সাত নম্বর সিজন চলছে। আগের সিজনগুলোর বিভিন্ন অ্যাপিসোডে বিতর্কের সৃষ্টি হয়েছে। নতুন সিজনও ব্যতিক্রম নয়।
কফি উইথ করণের চলতি সিজনে খুব সতর্ক থাকবেন বলে জানিয়েছিলেন এর সঞ্চালক করণ জোহর। তবে শেষ পর্যন্ত সেই বিতর্কে জড়িয়েই পড়লেন এই নির্মাতা-প্রযোজক। সম্প্রতি করণের টক শোর একটি অ্যাপিসোডে অতিথি হয়েছিলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। সে সময় দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন করণ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, লেটেস্ট ওই অ্যাপিসোডে সামান্থাকে করণ প্রশ্ন করেছিলেন, তাঁর মতে দক্ষিণের সেরা অভিনেত্রী কে। উত্তরে অভিনেত্রী নয়নতারার নাম বলেন। সামান্থার উত্তর শুনে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে করণ বলেন, ‘আমার লিস্টে না’। করণের ভাষ্য, তাঁর কাছে থাকা ‘অরম্যাক্স মিডিয়া’ লিস্টে নাম্বার ওয়ান স্টার সামান্থা রুথ প্রভু।
এমন মন্তব্যের জেরে বেজায় চটেছেন নয়নতারার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নয়নতারার ভক্ত-অনুরাগীরা বলেন, করণ জোহর কাউকে সম্মান করতে পারেন না। নয়নতারার মতো একজন প্রভাবশালী অভিনেত্রীর কাছে তাঁর লিস্ট নগণ্য। অনেকে মন্তব্য করেছেন, নয়নতারার মতো একজন লেডি সুপারস্টারকে বিচার করার ক্ষমতা করণের নেই। অনুরাগীদের একাংশ আবার সামান্থারও প্রশংসা করেছেন। সামান্থা নয়নতারাকে যোগ্য সম্মান দিয়েছেন বলে মন্তব্য করেন কেউ কেউ।
নয়নতারাকে নিয়ে বিতর্কের আগে সামান্থার ব্যক্তিগত জীবনের আলাপ দিয়ে ট্রলড হয়েছেন করণ। সত্যি বলতে, কফি উইথ করণ মানেই যেন হাঁড়ির খবর ফাঁস করার প্ল্যাটফর্ম। এই শোয়ের দর্শক সেলেব্রিটির ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি বেশ উপভোগ করেন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশি গভীরে প্রশ্ন করার জন্য করণের সমালোচনা করেন অনেকেই।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
১৪ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
১৫ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১ দিন আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১ দিন আগে