কয়েক দিন আগেই প্রিয়াঙ্কার এক সাক্ষাৎকার নিয়ে তুলকালাম হয়ে গেছে। সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ‘রাজনীতি’ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। একপর্যায়ে কোণঠাসা হয়ে গিয়েছিলেন তিনি। প্রচণ্ড রাগ ও ক্ষোভ থেকেই বলিউড ছেড়েছেন।
সরাসরি নাম উল্লেখ না করলেও কঙ্গনা রানাউতসহ অনেকেই তখন করণ জোহরের নাম উল্লেখ করে বলেছিলেন, প্রিয়াঙ্কাকে বলিউড থেকে সরিয়ে দিয়েছিলেন করণ।
বলিউডের বিরুদ্ধে এত অভিযোগ করে হইচই ফেলে দিয়ে, সেই বলিউড তারকাদের নিয়ে আম্বানির পার্টিতে অংশ নেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে জড়িয়ে ধরেন করণ জোহরকে। প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাসকে করণের সঙ্গে বেশ হৃদ্যতাপূর্ণ কথা বলতেও দেখা যায়।
গতকাল শুক্রবার ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনে জড়ো হয়েছিলেন একঝাঁক বলিউড তারকা। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই বিশেষ পদক্ষেপ নিয়েছে। মুম্বাইয়ের জিও গ্লোবাল সেন্টারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক বলিউড তারকা ও তাঁদের পরিবারের সদস্যরা। সেখানেই হাজির হয়ে সবাইকে অবাক করে দেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।
সে অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় দীপিকা ও রণবীর সিং-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে যান করণ জোহর। প্রিয়াঙ্কাও হাসিমুখে এগিয়ে এসে আলিঙ্গন করেন করণকে। এরপর করণ জড়িয়ে ধরেন নিক জোনাসকেও। করণকে অনেকক্ষণ প্রিয়াঙ্কার হাত ধরেও থাকতে দেখা যায়।
ভিডিওটি প্রকাশের পর অনেকেই এক হাত নিয়েছেন প্রিয়াঙ্কাকে। অনেকেই তাঁকে ‘সস্তা স্টান্টবাজি’ ছেড়ে কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। অনেকেই মনে করছেন, ভারতে আসার আগে নিজেকে আলোচনায় আনার জন্যই এগুলো করেছেন প্রিয়াঙ্কা।
অনেকে আবার প্রশংসাও করেছেন নায়িকার। ‘এত কিছুর পরেও প্রিয়াঙ্কা আন্তরিকতা দেখিয়েছেন। এটি তাঁর ম্যাচিউরিটির বহিঃপ্রকাশ’, বলছেন অনেকে।
বলিউডে ক্যারিয়ারের শীর্ষে অবস্থানের সময়ই হিন্দি সিনেমার জগৎ ছেড়ে হলিউডে পাড়ি জমান প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে সাফল্যের চূড়ায় থেকেও কেন সেই অঙ্গন ছেড়েছিলেন, সম্প্রতি সেই প্রসঙ্গে পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। সেখানেই বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই অভিনেত্রী।
কয়েক দিন আগেই প্রিয়াঙ্কার এক সাক্ষাৎকার নিয়ে তুলকালাম হয়ে গেছে। সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ‘রাজনীতি’ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। একপর্যায়ে কোণঠাসা হয়ে গিয়েছিলেন তিনি। প্রচণ্ড রাগ ও ক্ষোভ থেকেই বলিউড ছেড়েছেন।
সরাসরি নাম উল্লেখ না করলেও কঙ্গনা রানাউতসহ অনেকেই তখন করণ জোহরের নাম উল্লেখ করে বলেছিলেন, প্রিয়াঙ্কাকে বলিউড থেকে সরিয়ে দিয়েছিলেন করণ।
বলিউডের বিরুদ্ধে এত অভিযোগ করে হইচই ফেলে দিয়ে, সেই বলিউড তারকাদের নিয়ে আম্বানির পার্টিতে অংশ নেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে জড়িয়ে ধরেন করণ জোহরকে। প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাসকে করণের সঙ্গে বেশ হৃদ্যতাপূর্ণ কথা বলতেও দেখা যায়।
গতকাল শুক্রবার ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনে জড়ো হয়েছিলেন একঝাঁক বলিউড তারকা। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই বিশেষ পদক্ষেপ নিয়েছে। মুম্বাইয়ের জিও গ্লোবাল সেন্টারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক বলিউড তারকা ও তাঁদের পরিবারের সদস্যরা। সেখানেই হাজির হয়ে সবাইকে অবাক করে দেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।
সে অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় দীপিকা ও রণবীর সিং-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে যান করণ জোহর। প্রিয়াঙ্কাও হাসিমুখে এগিয়ে এসে আলিঙ্গন করেন করণকে। এরপর করণ জড়িয়ে ধরেন নিক জোনাসকেও। করণকে অনেকক্ষণ প্রিয়াঙ্কার হাত ধরেও থাকতে দেখা যায়।
ভিডিওটি প্রকাশের পর অনেকেই এক হাত নিয়েছেন প্রিয়াঙ্কাকে। অনেকেই তাঁকে ‘সস্তা স্টান্টবাজি’ ছেড়ে কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। অনেকেই মনে করছেন, ভারতে আসার আগে নিজেকে আলোচনায় আনার জন্যই এগুলো করেছেন প্রিয়াঙ্কা।
অনেকে আবার প্রশংসাও করেছেন নায়িকার। ‘এত কিছুর পরেও প্রিয়াঙ্কা আন্তরিকতা দেখিয়েছেন। এটি তাঁর ম্যাচিউরিটির বহিঃপ্রকাশ’, বলছেন অনেকে।
বলিউডে ক্যারিয়ারের শীর্ষে অবস্থানের সময়ই হিন্দি সিনেমার জগৎ ছেড়ে হলিউডে পাড়ি জমান প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে সাফল্যের চূড়ায় থেকেও কেন সেই অঙ্গন ছেড়েছিলেন, সম্প্রতি সেই প্রসঙ্গে পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। সেখানেই বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই অভিনেত্রী।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
১৪ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
১৫ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১ দিন আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১ দিন আগে