‘তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার’- গাটছড়া বেঁধে সার্বজনীন মানবিক অনুভূতির পূর্ণতা দিলেন বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি।
রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে পাঞ্জাবি রীতি–রেওয়াজ মেনে গতকাল মঙ্গলবার সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। রাতেই নিজেদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই খবর দেন শেরশাহ জুটি।
আইভরি শেরওয়ানি পরে ঘোড়ায় চেপে বিয়ের মণ্ডপে প্রবেশ করেন সিদ্ধার্থ। আর কিয়ারা পরেছিলেন মণীশ মালহোত্রার নকশায় গোলাপি লেহেঙ্গা। দুজনের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ছবি পোস্ট করে ক্যাপশনে কিয়ারা লেখেন, ‘আমাদের সারা জীবনের স্থায়ী বুকিং হয়ে গেল। এই নতুন যাত্রাপথে আমরা সবার আশীর্বাদ চাই।’
জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে এই তারকা জুটির বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন করণ জোহর, শহীদ কাপুর, মীরা রাজপুত, জুহি চাওয়ালা, মণীশ মালহোত্রারাসহ অনেকেই।
কিয়ারাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ লিখেছেন, ‘শুভেচ্ছা, অনেক সুন্দর।’ ভিকি কৌশাল লিখেছেন ‘অভিনন্দন, একসঙ্গে তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে।’
এছাড়াও আলিয়া ভাট, নেহা কক্কার, বাণী কাপুরসহ অনেক তারকারা শুভেচ্ছা জানিয়েছেন।
২০২১ সালে ‘শেরশাহ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। যদিও নিজেদের প্রেম নিয়ে কখনও মুখ খোলেননি তারা। তবে ভারতের জনপ্রিয় শো কফি উইথ করণের সাম্প্রতিক সিজনে কিয়ারা বলেছিলেন, তিনি এবং সিদ্ধার্থ ‘বন্ধুর চেয়েও বেশি।’
‘তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার’- গাটছড়া বেঁধে সার্বজনীন মানবিক অনুভূতির পূর্ণতা দিলেন বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি।
রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে পাঞ্জাবি রীতি–রেওয়াজ মেনে গতকাল মঙ্গলবার সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। রাতেই নিজেদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই খবর দেন শেরশাহ জুটি।
আইভরি শেরওয়ানি পরে ঘোড়ায় চেপে বিয়ের মণ্ডপে প্রবেশ করেন সিদ্ধার্থ। আর কিয়ারা পরেছিলেন মণীশ মালহোত্রার নকশায় গোলাপি লেহেঙ্গা। দুজনের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ছবি পোস্ট করে ক্যাপশনে কিয়ারা লেখেন, ‘আমাদের সারা জীবনের স্থায়ী বুকিং হয়ে গেল। এই নতুন যাত্রাপথে আমরা সবার আশীর্বাদ চাই।’
জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে এই তারকা জুটির বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন করণ জোহর, শহীদ কাপুর, মীরা রাজপুত, জুহি চাওয়ালা, মণীশ মালহোত্রারাসহ অনেকেই।
কিয়ারাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ লিখেছেন, ‘শুভেচ্ছা, অনেক সুন্দর।’ ভিকি কৌশাল লিখেছেন ‘অভিনন্দন, একসঙ্গে তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে।’
এছাড়াও আলিয়া ভাট, নেহা কক্কার, বাণী কাপুরসহ অনেক তারকারা শুভেচ্ছা জানিয়েছেন।
২০২১ সালে ‘শেরশাহ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। যদিও নিজেদের প্রেম নিয়ে কখনও মুখ খোলেননি তারা। তবে ভারতের জনপ্রিয় শো কফি উইথ করণের সাম্প্রতিক সিজনে কিয়ারা বলেছিলেন, তিনি এবং সিদ্ধার্থ ‘বন্ধুর চেয়েও বেশি।’
হেভি মেটাল সংগীতের পথিকৃৎ ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ-এর কিংবদন্তি প্রধান গায়ক ওজি অসবর্ন মারা গেছেন। গতকাল মঙ্গলবার ৭৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষ কনসার্টের মাত্র কয়েক সপ্তাহ পরেই ভক্তদের জন্য এই শোকাবহ সংবাদ এল।
২ মিনিট আগেফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান ‘এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, চক্ষু মুদিলে, হায়রে দম ফুরাইলে।’ গানটির প্রথম চার লাইন নিয়ে নতুন করে গান বাঁধলেন ডিজে রাহাত ও আদিব কবীর। গানে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও ঢাকায় বসবাস করা নাইজেরিয়ান শিল্পী ওলি বয়।
১ ঘণ্টা আগেশিশু-কিশোরদের জন্য অভিনেত্রী আফসানা মিমির নতুন উদ্যোগ ‘ইচ্ছেতলা’। উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত প্রতিষ্ঠানটি। এখানে শিশু-কিশোরেরা নাচ, গান, অভিনয়, ছবি আঁকাসহ নানা ধরনের সংস্কৃতিচর্চা করে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথমবারের মতো মঞ্চে নিয়ে আসছে নাটক।
১ ঘণ্টা আগেজুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে বাংলাদেশ বেতারের জন্য তৈরি হলো নতুন গান। গানটি গেয়েছেন সংগীতশিল্পী সাব্বির জামান ও অনন্যা আচার্য্য। ‘আমরা লিখেছি বুকের রক্তে নতুন দিনের গান, অনাগত কাল ধরে রেখো তুমি এ মাটির সম্মান’—এমন কথায় গানটি লিখেছেন মোহসীন আহমেদ, সুর করেছেন মিল্টন খন্দকার।
১ ঘণ্টা আগে