Ajker Patrika

শেষ পর্বে বললেন মনের কথা

শেষ পর্বে বললেন মনের কথা

করণ জোহরকে ঘিরে সমালোচনার শেষ নেই। করণ নাকি শুধু তারকাদের সন্তানদের সুযোগ দেন, এমন অভিযোগ নিয়ে শোরগোল হয়েছে অনেকবার। সোশ্যাল মিডিয়ায় কখনো তাঁর পোশাক নিয়ে, কখনো তাঁর যৌনতা নিয়ে নানাভাবে ট্রল হয়। সম্প্রতি শেষ হলো করণের শো কফি উইথ করণ-এর সিজন ৭। এই শোয়ের শেষ পর্বে নিজের মনের কথা খুলে বললেন করণ। জানালেন, পাঁচ বছর ধরে মানসিক অবসাদে ভুগছেন তিনি। তবে ইদানীং একটু ভালো আছেন। জীবনকে অন্যভাবে দেখছেন।

 করণ জানালেন, পাঁচ বছর ধরে মানসিক অবসাদে ভুগছেন তিনি। তবে ইদানীং একটু ভালো আছেন। জীবনকে অন্যভাবে দেখছেন।

করণ বলেন, ‘মানসিক অবসাদ ও হতাশায় ডুবে গিয়েছিলাম। টানা পাঁচ বছর লড়েছি। চিকিৎসকের পরামর্শ মানতাম। তিনিই আমাকে বলেছিলেন, আমি নাকি সবকিছু অনেক বেশি সিরিয়াসলি নিই। আমার সেক্সচুয়ালিটি নিয়ে অনেকে মশকরা করে। এখন সব কটাক্ষকে উড়িয়ে দিই। কিন্তু আমার কষ্ট লাগে যখন দেখি আমার সন্তানদের নিয়েও কটাক্ষ করা বন্ধ হচ্ছে না। এটা আমাকে এখনো খুবই বিরক্ত করে।’

ওটিটিতে দর্শকপ্রিয়তা পেয়েছে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এর নতুন সিজন। অক্ষয়, জাহ্নবী, সারা, আলিয়া, রণবীর সিং, বিজয়, অনন্যা পাণ্ডেরা এই সিজনে অতিথি হয়ে এসেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত