বাংলাদেশকে ডাকছে দুই গৌরব
মাঠে এসেই গ্লাভস-প্যাড-হেলমেট পরে দ্রুত তৈরি হয়ে গেলেন তামিম ইকবাল। ছুটলেন নেটের দিকে। মুশফিক-মিরাজরা যখন ফুটবলে মজেছেন, তখন বাংলাদেশ অধিনায়ক একাগ্র মনে ডুব দিয়েছেন ব্যাটিং অনুশীলনে। তাঁর এক ঘণ্টার ব্যাটিং মহড়া কখনো দ্রুতগতির বোলিংয়ের বিপক্ষে, কখনো স্পিন পরীক্ষা।