Ajker Patrika

অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১০
অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আগের দুই ম্যাচ জিতে সিরিজ মুঠোয় পুরেছে তামিম ইকবালের দল।

চট্টগ্রামে আজ বাংলাদেশের চোখ ধবলধোলাইয়ে। পাশাপাশি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জায়গা প্রায় নিশ্চিত করা। অন্যদিকে এই ম্যাচ জিতে সান্ত্বনা খুঁজে নিতে চাইবে আফগানিস্তান।

দ্বিতীয় ওয়ানডের মতো আজও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এ ম্যাচেও আসেনি কোনো পরিবর্তন। যথারীতি একাদশের বাইরে থাকছেন নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।

ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে তামিম বলেছেন, ‘আফগানিস্তান স্পিন নির্ভর দল। ওদের আগে সামলানোই ভালো।’

সিরিজ জয়ের পরও বেঞ্চ শক্তি পরখ করে দেখছেন না কেন—এই প্রশ্নে তামিমের জবাব, ‘আগেই বলেছি এটি বিশ্বকাপ সুপার লিগের আওতাধীন সিরিজ, একটি পয়েন্টও হারাতে চাই না। সিরিজ জিতে গেলেও আমার কাছে মনে হয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।’

সিরিজ খোয়ানো আফগানিস্তান একাদশে এনেছে একটি পরিবর্তন। এলোমেলো বোলিং করা বাঁহাতি পেসার ফরিদ মালিক জায়গা হারিয়েছেন। দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইব।

আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি বলেছেন, ‘আগের দুই ম্যাচে আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আজ সেরাটা দিতে চাই।’

বাংলাদেশ একাদশ: তামিম (অধিনায়ক), সাকিব, মুশফিক (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মোস্তাফিজ, তাসকিন, শরীফুল, আফিফ, মিরাজ, ইয়াসির রাব্বি ও লিটন।

আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ (অধিনায়ক), নবী, রশিদ, ও গুরবাজ (উইকেটরক্ষক), মুজিব, গুলবাদিন, ফারুকি, রিয়াজ, রহমত, নাজিবুল্লাহ ও আজমতউল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত