নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। উঠে এসেছে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার চূড়ায়।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ মুঠোয় পোরে বাংলাদেশ। গতকাল শেষ ম্যাচটা অবশ্য জয়ে রাঙায় আফগানরা। দুই দল কম-বেশি সুখস্মৃতি নিয়েই ফিরেছে ঢাকায়। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে লড়াইয়ের অপেক্ষায় মাহমুদউল্লাহ রিয়াদ-মোহাম্মদ নবীরা।
আগামী বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচ সিরিজের শেষটি শনিবার। দুটি ম্যাচই শুরু বিকেল ৩টায়। আগ্রহী দর্শক ১০০ টাকায় টিকিট কেটে খেলা দেখতে পারবেন।
তবে কোনো ব্যাংক কিংবা অনলাইন নয়; আগামীকাল বুধবার থেকে শুধু মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের নির্ধারিত বুথে পাওয়া যাবে টি-টোয়েন্টি সিরিজের টিকিট। প্রাপ্যতা সাপেক্ষে টিকিট পাওয়া যেতে পারে ম্যাচের দিনেও।
করোনার নতুন ধরন ওমিক্রনের ধাক্কা অনেকটাই সামলে উঠেছে বাংলাদেশ। সরকার সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। এই সিরিজ দিয়েই তাই করোনাকালে প্রথমবারের মতো দেশের ক্রিকেটে ফিরছে শতভাগ দর্শক। সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ধারণক্ষমতার শততাগ দর্শক নিয়ে ম্যাচ হয়েছিল মিরপুরে।
কদিন আগে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। বলেছেন, ‘ঢাকায় টি-টোয়েন্টি সিরিজে ফুল হাউজ থাকবে আশা করছি। সব আসনেই দর্শক রাখার পরিকল্পনা রয়েছে।’
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে কাউন্টার। পূর্ব গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। এ ছাড়া উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ১৫০, ক্লাব হাউজ ৩০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০ ও খেলোয়াড়দের ড্রেসিংরুমের পাশে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
বর্তমানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার।
টি-টোয়ন্টি সিরিজে টিকিটের দাম
আসন দাম
পূর্ব গ্যালারি ১০০ ৳
উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ১৫০ ৳
ক্লাব হাউজ ৩০০ ৳
ভিআইপি স্ট্যান্ড ৫০০ ৳
গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ ৳
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। উঠে এসেছে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার চূড়ায়।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ মুঠোয় পোরে বাংলাদেশ। গতকাল শেষ ম্যাচটা অবশ্য জয়ে রাঙায় আফগানরা। দুই দল কম-বেশি সুখস্মৃতি নিয়েই ফিরেছে ঢাকায়। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে লড়াইয়ের অপেক্ষায় মাহমুদউল্লাহ রিয়াদ-মোহাম্মদ নবীরা।
আগামী বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচ সিরিজের শেষটি শনিবার। দুটি ম্যাচই শুরু বিকেল ৩টায়। আগ্রহী দর্শক ১০০ টাকায় টিকিট কেটে খেলা দেখতে পারবেন।
তবে কোনো ব্যাংক কিংবা অনলাইন নয়; আগামীকাল বুধবার থেকে শুধু মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের নির্ধারিত বুথে পাওয়া যাবে টি-টোয়েন্টি সিরিজের টিকিট। প্রাপ্যতা সাপেক্ষে টিকিট পাওয়া যেতে পারে ম্যাচের দিনেও।
করোনার নতুন ধরন ওমিক্রনের ধাক্কা অনেকটাই সামলে উঠেছে বাংলাদেশ। সরকার সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। এই সিরিজ দিয়েই তাই করোনাকালে প্রথমবারের মতো দেশের ক্রিকেটে ফিরছে শতভাগ দর্শক। সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ধারণক্ষমতার শততাগ দর্শক নিয়ে ম্যাচ হয়েছিল মিরপুরে।
কদিন আগে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। বলেছেন, ‘ঢাকায় টি-টোয়েন্টি সিরিজে ফুল হাউজ থাকবে আশা করছি। সব আসনেই দর্শক রাখার পরিকল্পনা রয়েছে।’
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে কাউন্টার। পূর্ব গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। এ ছাড়া উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ১৫০, ক্লাব হাউজ ৩০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০ ও খেলোয়াড়দের ড্রেসিংরুমের পাশে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
বর্তমানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার।
টি-টোয়ন্টি সিরিজে টিকিটের দাম
আসন দাম
পূর্ব গ্যালারি ১০০ ৳
উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ১৫০ ৳
ক্লাব হাউজ ৩০০ ৳
ভিআইপি স্ট্যান্ড ৫০০ ৳
গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ ৳
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে