আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বড় প্রাপ্তি লিটন দাস হলে সবচেয়ে বড় আক্ষেপের নাম তামিম ইকবাল। ঘরের মাঠ চট্টগ্রামে নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম। ব্যাট হাতে ওয়ানডে অধিনায়ক শেষ কবে এমন সময় পার করেছেন মনে করা কঠিন। তামিমের টানা তিনবার একই বোলারের বলে ফেরা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে তিনি পাশে পাচ্ছেন মাশরাফি বিন মুর্তজাকে।
আফগান সিরিজে একই বোলারের বলে বারবার অসহায় আত্মসমর্পণ করেছেন তামিম। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য বিষয়টা স্বাভাবিকভাবেই দেখছেন।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজজুড়ে বাঁহাতি পেসার ফজল হক ফারুকির বলে একইভাবে বারবার আউট হয়েছেন তামিম। সিরিজের তিন ম্যাচে তামিমের রান ৮, ১২, ১১। সিরিজে ব্যাটিং গড় ১০.৩৪। তামিমের এই খারাপ সময়ে তাঁর পাশে থেকে সমর্থন জোগাচ্ছেন মাশরাফি। তাঁর মতে, সুইং বলে যেকোনো ওপেনার ব্যাটারেরই এমন সময় যেতে পারে, ‘তিন ম্যাচে একই বোলারের বলে আউট হলেই তার ব্যাটিং টেকনিক খারাপ হয়ে যায় না। বিশেষ করে সেই ব্যাটার যদি নির্দিষ্ট সংস্করণে ৭ হাজারেরও বেশি রান করে থাকে। সুইং বলে যেকোনো ওপেনার ব্যাটারেরই এমন একটা সিরিজ যেতে পারে।’
আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা আগেও দেখা গেছে মনে করিয়ে দিয়ে কিছু উদাহরণ টেনেছেন ম্যাশ। সামনে এনেছেন যুক্তিও, ‘এর আগে এমন অনেক দেখেছি। ওয়ার্নারকে দেখেছি বারবার জফরা আর্চারের সামনে একইভাবে আউট হতে। আবার স্মিথকে (সাবেক অধিনায়ক দক্ষিণ আফ্রিকা) দেখেছি জহির খানের সামনে অনেকবার নিক করতে। সবারই কিছু না কিছু দুর্বলতা থাকে। প্রতিপক্ষ যখন ওই দুর্বল জায়গায় একনাগাড়ে আক্রমণ করতে সমর্থ হয়, তখনই এ ধরনের ঘটনা ঘটতে থাকে। আধুনিক ক্রিকেটে এটা স্থায়ী হয় না।’
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বড় প্রাপ্তি লিটন দাস হলে সবচেয়ে বড় আক্ষেপের নাম তামিম ইকবাল। ঘরের মাঠ চট্টগ্রামে নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম। ব্যাট হাতে ওয়ানডে অধিনায়ক শেষ কবে এমন সময় পার করেছেন মনে করা কঠিন। তামিমের টানা তিনবার একই বোলারের বলে ফেরা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে তিনি পাশে পাচ্ছেন মাশরাফি বিন মুর্তজাকে।
আফগান সিরিজে একই বোলারের বলে বারবার অসহায় আত্মসমর্পণ করেছেন তামিম। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য বিষয়টা স্বাভাবিকভাবেই দেখছেন।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজজুড়ে বাঁহাতি পেসার ফজল হক ফারুকির বলে একইভাবে বারবার আউট হয়েছেন তামিম। সিরিজের তিন ম্যাচে তামিমের রান ৮, ১২, ১১। সিরিজে ব্যাটিং গড় ১০.৩৪। তামিমের এই খারাপ সময়ে তাঁর পাশে থেকে সমর্থন জোগাচ্ছেন মাশরাফি। তাঁর মতে, সুইং বলে যেকোনো ওপেনার ব্যাটারেরই এমন সময় যেতে পারে, ‘তিন ম্যাচে একই বোলারের বলে আউট হলেই তার ব্যাটিং টেকনিক খারাপ হয়ে যায় না। বিশেষ করে সেই ব্যাটার যদি নির্দিষ্ট সংস্করণে ৭ হাজারেরও বেশি রান করে থাকে। সুইং বলে যেকোনো ওপেনার ব্যাটারেরই এমন একটা সিরিজ যেতে পারে।’
আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা আগেও দেখা গেছে মনে করিয়ে দিয়ে কিছু উদাহরণ টেনেছেন ম্যাশ। সামনে এনেছেন যুক্তিও, ‘এর আগে এমন অনেক দেখেছি। ওয়ার্নারকে দেখেছি বারবার জফরা আর্চারের সামনে একইভাবে আউট হতে। আবার স্মিথকে (সাবেক অধিনায়ক দক্ষিণ আফ্রিকা) দেখেছি জহির খানের সামনে অনেকবার নিক করতে। সবারই কিছু না কিছু দুর্বলতা থাকে। প্রতিপক্ষ যখন ওই দুর্বল জায়গায় একনাগাড়ে আক্রমণ করতে সমর্থ হয়, তখনই এ ধরনের ঘটনা ঘটতে থাকে। আধুনিক ক্রিকেটে এটা স্থায়ী হয় না।’
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
১ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৪ ঘণ্টা আগে