ঘরের মাঠে ওয়ানডেতে অপ্রতিরোধ্য সাকিবেরা
ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এ নিয়ে দেশের মাঠে টানা পাঁচটি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত, ১৩ সিরিজের ১১টিতেই জয়—পরিসংখ্যান উচ্চ স্বরেই বলে দিচ্ছে, দেশের মাঠে বাংলাদেশ অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।