Ajker Patrika

সিরিজে সমতা ফেরালেন হোল্ডাররা

ক্রীড়া ডেস্ক
সিরিজে সমতা ফেরালেন হোল্ডাররা

দ্বিতীয় ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিংসটন ওভালে লো-স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ানরা। একই ভেন্যুতে আগামী মঙ্গলবার সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে হবে।

ওয়েস্ট ইন্ডিজ দলের একজন কর্মীর করোনা পজিটিভ হওয়ায় দ্বিতীয় ওয়ানডে স্থগিত হয়েছিল। সংশয় জেগেছিল পুরো সিরিজ নিয়েই। পরে দুই দলের খেলোয়াড়-কোচিং স্টাফ মিলিয়ে মোট ১৫২ জনের করোনা নেগেটিভ আসায় সিরিজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। স্থগিত হওয়া দ্বিতীয় ওয়ানডে হয় আজ।

লো-স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে বেশ বেগই পেতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। ৭২ রানের মধ্যে ক্যারিবিয়ানদের পাঁচ ব্যাটসম্যান ফিরে যান ড্রেসিংরুমে। এরপর দলের ব্যাটিংয়ের হাল ধরেন অলরাউন্ডার জেসন হোল্ডার আর বাঁহাতি ব্যাটসম্যান নিকোলাস পুরান। জয় থেকে ২৭ রান দূরে থাকতে মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হন হোল্ডার। আউট হওয়ার আগে পুরানের সঙ্গে ৯৩ রানের ম্যাচজয়ী জুটিতে পাঁচ চার আর এক ছক্কায় ৫২ রান করেন তিনি।

আলজারি জোসেফকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের বাকি আনুষ্ঠানিকতাটুকু সারেন পুরান। ৭৫ বলে দুটি করে চার আর ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন পুরান। ম্যাচ সেরাও হয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

এর আগে স্থগিত হওয়া ম্যাচের টস অনুযায়ী, প্রথম ব্যাটিং করে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের দারুণ আঁটসাঁট বোলিংয়ে ৪৫ রানের মধ্যে অস্ট্রেলিয়া হারায় পাঁচ উইকেট। দলের রান ১০০ পার হওয়ার আগে লেগ স্পিনার হেইডেন ওয়ালশের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন স্টার্ক (১৯)। এরপর অস্ট্রেলিয়ার স্কোর যে ১৯১ হয়েছে, তার কৃতিত্ব লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের। ম্যাথু ওয়েড (৩৬), অ্যাডাম জাম্পা (৩৬) এবং দশ নম্বর ব্যাটসম্যান ওয়েস আগার ৩৬ বলে করেন ৪১ রান। ওয়েস্ট ইন্ডিজ পেসার জোসেফ আর বাঁহাতি স্পিনার আকিল হোসেন তিনটি করে উইকেট নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত