অনেক অপেক্ষার ‘মানি হেইস্ট’ আসছে
স্প্যানিশ ক্রাইম ড্রামা ‘লা কাসা দে পাপেল’ বা ‘মানি হেইস্ট’ গত কয়েক বছরের অন্যতম আলোচিত সিরিজ। চুরি করতে এসে কীভাবে সম্পর্ক তৈরি হয়, বিদ্রোহ হয়, ছুঁয়ে যায় মৃত্যু–দেখিয়েছে এ সিরিজ। সব মিলিয়ে হৃদয় জয়ের মানবিক গল্পই বলে ‘মানি হেইস্ট’।