নিজস্ব প্রতিবেদক
ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচেই সহজ জয় পেলেও বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লিটন দাস–মোসাদ্দেক হোসেনদের পারফরম্যান্স। অভিজ্ঞদের কাঁধে ভর করেই আসলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশে। দুই ম্যাচেরই নায়ক মুশফিকুর রহিম দলের তরুণ ক্রিকেটারদের দ্রুত দায়িত্ব নেওয়া শিখতে বলেছেন।
সিরিজের দুই ম্যাচেই বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও মাহমুদউল্লাহ। লিটন-মোসাদ্দেক-আফিফদেরও এভাবে দায়িত্ব নেওয়ার আহ্বান মুশফিকের। এটি না হলে অভিজ্ঞদের ওপর চাপ বেশি পড়বে বলে মনে করেন বাংলাদেশ দলের এই তারকা ব্যাটসম্যান।
কাল ম্যাচশেষে মুশফিক বলেছেন, ‘ওদের জন্য ভালো সুযোগ ছিল। ওরা চেষ্টা করেছে। কিন্তু ওরা আরেকটু হিসাবি হলে আরও ভালো করবে। এসব উইকেটে আরেকটু হিসেব করেই খেলতে হবে। কখন কম ঝুঁকি নিয়ে খেলবে, কখন বেশি—এটা নিজেকেও বুঝতে হবে। আশা করি তারা সময়ের সঙ্গে আরও পরিণত হবে। খুবই খুশি হবে যদি ওরা খুব তাড়াতাড়ি এখান থেকে শিক্ষা নিতে পারে। না হলে দেখা যাবে সব চাপ আমাদের (অভিজ্ঞদের) ওপর চলে আসছে। তখন আসলে কঠিন হয়ে যাবে।’
মুশফিক আশাবাদী, দ্রুত চাপ নেওয়ার কাজটা রপ্ত করে ফেলবেন লিটনেরা, ‘আমি মনে করি ওরা দ্রুতই অবদান রাখা শুরু করবে। আর সেটা হলে আমরা বিশেষ করে ওয়ানডেতে আরও ভালো দল হয়ে যাব।’
ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচেই সহজ জয় পেলেও বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লিটন দাস–মোসাদ্দেক হোসেনদের পারফরম্যান্স। অভিজ্ঞদের কাঁধে ভর করেই আসলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশে। দুই ম্যাচেরই নায়ক মুশফিকুর রহিম দলের তরুণ ক্রিকেটারদের দ্রুত দায়িত্ব নেওয়া শিখতে বলেছেন।
সিরিজের দুই ম্যাচেই বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও মাহমুদউল্লাহ। লিটন-মোসাদ্দেক-আফিফদেরও এভাবে দায়িত্ব নেওয়ার আহ্বান মুশফিকের। এটি না হলে অভিজ্ঞদের ওপর চাপ বেশি পড়বে বলে মনে করেন বাংলাদেশ দলের এই তারকা ব্যাটসম্যান।
কাল ম্যাচশেষে মুশফিক বলেছেন, ‘ওদের জন্য ভালো সুযোগ ছিল। ওরা চেষ্টা করেছে। কিন্তু ওরা আরেকটু হিসাবি হলে আরও ভালো করবে। এসব উইকেটে আরেকটু হিসেব করেই খেলতে হবে। কখন কম ঝুঁকি নিয়ে খেলবে, কখন বেশি—এটা নিজেকেও বুঝতে হবে। আশা করি তারা সময়ের সঙ্গে আরও পরিণত হবে। খুবই খুশি হবে যদি ওরা খুব তাড়াতাড়ি এখান থেকে শিক্ষা নিতে পারে। না হলে দেখা যাবে সব চাপ আমাদের (অভিজ্ঞদের) ওপর চলে আসছে। তখন আসলে কঠিন হয়ে যাবে।’
মুশফিক আশাবাদী, দ্রুত চাপ নেওয়ার কাজটা রপ্ত করে ফেলবেন লিটনেরা, ‘আমি মনে করি ওরা দ্রুতই অবদান রাখা শুরু করবে। আর সেটা হলে আমরা বিশেষ করে ওয়ানডেতে আরও ভালো দল হয়ে যাব।’
ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে বীরত্বপূর্ণ ড্রয়ের পর ভারতের এবার নামবে লন্ডন মিশনে। লন্ডনের ওভালে আগামীকাল শুরু হবে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্ট। ম্যাচ শুরুর আগের দিন ইংলিশ ক্রিকেটারদের সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
১ মিনিট আগেযেখানে শুরুর কথা বলার আগেই শেষ—গতকাল অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ দেখে এমন কিছু মনে পড়াই স্বাভাবিক। কারণ, লেস্টারের গ্রেস রোডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ম্যাচে অস্ট্রেলিয়ার যা সর্বনাশ হওয়ার, সেটা শুরুতেই হয়ে গিয়েছে। এমন অবস্থায় অজি পেসার জন হ্যাস্টিংসের যেন মাথা খারাপ হয়ে গেছে।
২ ঘণ্টা আগেদলের পারফরম্যান্স যেমনই হোক, কোচকে সব সময় থাকতে হয় তটস্থ। দল ভালো করলে যেমন হাততালি পাওয়া যায়, তেমনি বাজে পারফরম্যান্সে সব দোষ যেন কোচের ঘাড়ের ওপর গিয়ে পড়ে। বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন তা-ই মনে করেন।
৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত জিম্বাবুয়ে ১৭ টেস্ট খেলেছে। যার মধ্যে কিউইরা জিতেছে ১১ ম্যাচ। বাকি ৬ টেস্ট ড্র হয়েছে। এবার জিম্বাবুয়ে নামছে ভিন্ন গল্প লেখার আশায়। বাংলাদেশ সময় আজ বেলা ২টায় শুরু হবে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৪ ঘণ্টা আগে