ঢাকা: স্প্যানিশ ক্রাইম ড্রামা ‘লা কাসা দে পাপেল’ বা ‘মানি হেইস্ট’ গত কয়েক বছরের অন্যতম আলোচিত সিরিজ। চুরি করতে এসে কীভাবে সম্পর্ক তৈরি হয়, বিদ্রোহ হয়, ছুঁয়ে যায় মৃত্যু–দেখিয়েছে এ সিরিজ। সব মিলিয়ে হৃদয় জয়ের মানবিক গল্পই বলে ‘মানি হেইস্ট’।
স্পেনের একটি টিভি চ্যানেলের জন্য ২০১৭ সালে সিরিজটি তৈরি হয়েছিল। ওই সময় একেবারেই চলেনি। প্রফেসর থেকে হেলসিঙ্কি- কেউ তাঁদের চিনতেন না তখন। শুটিং শেষ করে অভিনেতারা যে যার মতো ব্যস্ত হয়ে পড়েন। কখনো ভাবতেও পারেননি এমন সাফল্য আসতে পারে তাঁদের জীবনে।
টিভিতে প্রচারের পর সিরিজটি কিনে নেয় নেটফ্লিক্স। তবে তেমন গুরুত্ব দেয়নি। করেনি কোনো বাড়তি প্রচার। তাদের অসংখ্য কনটেন্টের ভিড়ে এক কোনায় অবহেলায় পড়ে ছিল ‘মানি হেইস্ট’। ২০২০ সাল থেকে সিরিজটির দর্শকসংখ্যা বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকে তুমুল আলোচনা। রাতারাতি ভক্ত বাড়ে প্রফেসর ও তাঁর দলের।
সিরিজে প্রফেসর চরিত্রে অভিনয় করেছেন আলভারো মর্তে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি তো জানতামই না এত মানুষ আমাকে পছন্দ করে। হঠাৎ করেই ঘটনাটা ঘটে গেল। সারা বিশ্বের দর্শক মানি হেইস্ট দেখা শুরু করল। বাড়তে থাকল আমার ফলোয়ার সংখ্যা।’
এই সিরিজের পঞ্চম মৌসুমের জন্য প্রায় এক বছর অপেক্ষা করতে হয়েছে ভক্তদের। কয়েক দিন আগেই নেটফ্লিক্স জানিয়ে দিয়েছে, শেষ হয়েছে মানি হেইস্টের শুটিং। মুক্তি পেয়েছে ট্রেলার। নতুন ট্রেলার দেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
পঞ্চম মৌসুমের ট্রেলারে বোঝা যাচ্ছে, ব্যাংক অব স্পেন– যেখানে চুরি করছে মানি হেইস্টের দল, সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। প্রফেসরকে বেঁধে রাখা হয়েছে। পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত ডেনভার। মনিকা অসহায়, হাল ছেড়ে দিয়েছে। কাঁদছে রাকেল মরিনো। কেবল টোকিও আর হেলসিঙ্কি প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। তবে কি মানি হেইস্টে সবার পরিণতি মৃত্যু?
আগ্রহ জিইয়ে রেখেছে সিরিজটি। উত্তর জানা যাবে ৩ সেপ্টেম্বর। ওই দিন মানি হেইস্টের পঞ্চম মৌসুমের প্রথম পর্বগুলো মুক্তি পাবে নেটফ্লিক্সে। দুই ভাগে সামনে আসবে পঞ্চম সিজন। পাঁচটি পর্ব নিয়ে প্রথম ভাগ ৩ সেপ্টেম্বর, বাকি পাঁচটি পর্ব মুক্তি পাবে ৩ ডিসেম্বর।
অ্যালেক্স পিনা নির্মিত এ সিরিজের কল্যাণে জনপ্রিয় হয়েছে ইতালির লোকগান ‘বেলা চাও’। পঞ্চম সিজনে এসে যোগ হয়েছে লিংকিন পার্কের বিখ্যাত গান ‘ইন দ্য এন্ড’।
দেখুন ‘মানি হেইস্ট’ পঞ্চম সিরিজের ট্রেলার:
ঢাকা: স্প্যানিশ ক্রাইম ড্রামা ‘লা কাসা দে পাপেল’ বা ‘মানি হেইস্ট’ গত কয়েক বছরের অন্যতম আলোচিত সিরিজ। চুরি করতে এসে কীভাবে সম্পর্ক তৈরি হয়, বিদ্রোহ হয়, ছুঁয়ে যায় মৃত্যু–দেখিয়েছে এ সিরিজ। সব মিলিয়ে হৃদয় জয়ের মানবিক গল্পই বলে ‘মানি হেইস্ট’।
স্পেনের একটি টিভি চ্যানেলের জন্য ২০১৭ সালে সিরিজটি তৈরি হয়েছিল। ওই সময় একেবারেই চলেনি। প্রফেসর থেকে হেলসিঙ্কি- কেউ তাঁদের চিনতেন না তখন। শুটিং শেষ করে অভিনেতারা যে যার মতো ব্যস্ত হয়ে পড়েন। কখনো ভাবতেও পারেননি এমন সাফল্য আসতে পারে তাঁদের জীবনে।
টিভিতে প্রচারের পর সিরিজটি কিনে নেয় নেটফ্লিক্স। তবে তেমন গুরুত্ব দেয়নি। করেনি কোনো বাড়তি প্রচার। তাদের অসংখ্য কনটেন্টের ভিড়ে এক কোনায় অবহেলায় পড়ে ছিল ‘মানি হেইস্ট’। ২০২০ সাল থেকে সিরিজটির দর্শকসংখ্যা বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকে তুমুল আলোচনা। রাতারাতি ভক্ত বাড়ে প্রফেসর ও তাঁর দলের।
সিরিজে প্রফেসর চরিত্রে অভিনয় করেছেন আলভারো মর্তে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি তো জানতামই না এত মানুষ আমাকে পছন্দ করে। হঠাৎ করেই ঘটনাটা ঘটে গেল। সারা বিশ্বের দর্শক মানি হেইস্ট দেখা শুরু করল। বাড়তে থাকল আমার ফলোয়ার সংখ্যা।’
এই সিরিজের পঞ্চম মৌসুমের জন্য প্রায় এক বছর অপেক্ষা করতে হয়েছে ভক্তদের। কয়েক দিন আগেই নেটফ্লিক্স জানিয়ে দিয়েছে, শেষ হয়েছে মানি হেইস্টের শুটিং। মুক্তি পেয়েছে ট্রেলার। নতুন ট্রেলার দেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
পঞ্চম মৌসুমের ট্রেলারে বোঝা যাচ্ছে, ব্যাংক অব স্পেন– যেখানে চুরি করছে মানি হেইস্টের দল, সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। প্রফেসরকে বেঁধে রাখা হয়েছে। পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত ডেনভার। মনিকা অসহায়, হাল ছেড়ে দিয়েছে। কাঁদছে রাকেল মরিনো। কেবল টোকিও আর হেলসিঙ্কি প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। তবে কি মানি হেইস্টে সবার পরিণতি মৃত্যু?
আগ্রহ জিইয়ে রেখেছে সিরিজটি। উত্তর জানা যাবে ৩ সেপ্টেম্বর। ওই দিন মানি হেইস্টের পঞ্চম মৌসুমের প্রথম পর্বগুলো মুক্তি পাবে নেটফ্লিক্সে। দুই ভাগে সামনে আসবে পঞ্চম সিজন। পাঁচটি পর্ব নিয়ে প্রথম ভাগ ৩ সেপ্টেম্বর, বাকি পাঁচটি পর্ব মুক্তি পাবে ৩ ডিসেম্বর।
অ্যালেক্স পিনা নির্মিত এ সিরিজের কল্যাণে জনপ্রিয় হয়েছে ইতালির লোকগান ‘বেলা চাও’। পঞ্চম সিজনে এসে যোগ হয়েছে লিংকিন পার্কের বিখ্যাত গান ‘ইন দ্য এন্ড’।
দেখুন ‘মানি হেইস্ট’ পঞ্চম সিরিজের ট্রেলার:
দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
৩ মিনিট আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
৬ মিনিট আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
১৪ মিনিট আগে২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। এবার দেশটির দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হয়েছে...
২৮ মিনিট আগে