Ajker Patrika

আইসিসিও সুখবর দিল মিরাজ–মুশফিককে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৬ মে ২০২১, ১৬: ০৬
আইসিসিও সুখবর দিল মিরাজ–মুশফিককে

ঢাকা: বড় সুখবরই পেলেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৭ উইকেট নেওয়ার পুরস্কার হিসেবে এই স্পিনিং অলরাউন্ডার ওঠে গেলেন ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের ২ নম্বরে। এখন তাঁর সামনে শুধু কিউই পেসার ট্রেন্ট বোল্ট।

২০০৯ সালে ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। এরপর আর কোনো বাংলাদেশি বোলার পৌঁছতে পারেননি সেই চূড়ায়। এখন মিরাজের সামনে সাকিবের সেই অর্জন ছোঁয়ার সুযোগ। আজ দুপুরে মিরাজদের এই সুখবর দিয়েছে আইসিসি।

শুধু মিরাজ নন; সুখবর পেয়েছেন মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহও। বোলারদের সেরা ১০ তালিকায় ঢুকে পড়া মোস্তাফিজুর রহমানের অবস্থান এখন নয়ে। প্রথম ওয়ানডেতে ৮৪, দ্বিতীয় ওয়ানডেতে ১২৫ রানের দুটি দুরন্ত ইনিংসে চড়ে মুশফিক তাঁর ক্যারিয়ারের সেরা ১৪তম র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন। মাহমুদউল্লাহ দুই ধাপ এগিয়ে এসেছেন ৩৮ নম্বর অবস্থানে।

মিরাজ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজটি শুরু করেছিলেন বোলারদের র‍্যাঙ্কিংয়ের পাঁচে থেকে। প্রথম ওয়ানডে ৩০ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। দ্বিতীয় ওয়ানডেতেও সেই ধারাবাহিকতা ধরে রেখে ২৮ রানে পেয়েছেন ৩ উইকেট। মুশফিকের দুর্দান্ত দুটি ইনিংসের সৌজন্যে একবারও ম্যাচ সেরার পুরস্কার না পেলেও দুবারই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিরাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত