Ajker Patrika

বিপিএল নিয়ে নতুন এক পরিকল্পনার কথা জানালেন ফাহিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ২১: ৫৩
হোম এন্ড অ্যাওয়ের ভিত্তিতে বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে নাজমুল আবেদীন ফাহিমের। ছবি: সংগৃহীত
হোম এন্ড অ্যাওয়ের ভিত্তিতে বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে নাজমুল আবেদীন ফাহিমের। ছবি: সংগৃহীত

২০২৫ বিপিএল শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদ নতুন বিপিএল আয়োজনের অঙ্গীকার করেছিলেন। তবে সেই বিপিএল নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। মাঠের বাইরের ঘটনায় অনেক বেশি আলোচিত-সমালোচিত হয়েছে সেই বিপিএল।

আইপিএল তো দূরে থাক, কয়েক বছর আগে শুরু হওয়া সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টির চেয়েও বিপিএল অনেক পিছিয়ে পড়েছে। চার-ছক্কার ফুলঝুরি দেখতে যেখানে দর্শকেরা মুখিয়ে থাকেন, বিপিএলে সে রকম রানের ফোয়ারা হয় খুব কমই। কারণ, ভেন্যু সংকটের কারণে ঘুরেফিরে ঢাকা, চিটাগং, সিলেটে খেলা হয় বলে সতেজ উইকেট প্রস্তুত করা সম্ভব হয় না। আর যখন চার-পাঁচ মাস পরে শুরু হচ্ছে নতুন মৌসুমের বিপিএল, সেই টুর্নামেন্ট নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

এইচপি-বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে যে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল, সেখানে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে ছিলেন ফাহিম। বিপিএল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘আমাদের চিন্তাভাবনায় আছে ভবিষ্যতে হোম অ্যান্ড অ্যাওয়ের ধারণাটা এখানে কাজে লাগানো। এ বছরের বিপিএল যদি একটা অতিরিক্ত মাঠে করতে পারি, মানে তিনটা থেকে চারটা ভেন্যুতে করতে পারলে ভালো হবে। আশা করছি যে এটা আমরা করতে পারব। ভবিষ্যতে ছয়-সাতটা দল নিয়ে বিপিএল হলে টুর্নামেন্টটা যদি ছয়-সাতটা ভেন্যুতে করতে পারি, সে ক্ষেত্রে বিপিএলটা অন্য এক লেভেলে চলে যেতে পারে।’

নতুন মৌসুমের বিপিএল কবে শুরু হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। এবারের বিপিএল রাজশাহী-বগুড়ায় আয়োজন করা সম্ভব কি না—গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের উত্তরে ফাহিম বলেন, ‘এটা এখনই মনে হয় সম্ভব না। মাঠগুলো ঠিকঠাক করতে যে সময় লাগবে, সামনের বিপিএলের কথা চিন্তা করলে দ্রুত সম্ভব হবে বলে মনে হয় না।’

মিরপুরের উইকেট যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা আবারও প্রমাণ হলো কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। প্রথম দুই টি-টোয়েন্টিতে মিরপুরে ব্যাটাররা বেশ ভুগেছেন। যেখানে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান হেরেছে ৮ রানে। তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান করেছে ১৭৮ রান। শেষ ম্যাচের উইকেট ভালো হলেও মিরপুরের মতো উইকেটে খেললে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবে সম্ভব না বলে জানিয়েছিলেন পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আঘা।

মিরপুরের উইকেট কেন বেশির ভাগ সময় বোলিংবান্ধব হয়ে ওঠে, সেটার ব্যাখ্যা দিতে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও দায় দেখছেন ফাহিম। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘আমার মনে হয়, স্পোর্টিং করার চেষ্টা করা হয়েছে। কিন্তু করতে পারেনি। যারা এটা করে, দায়টা তাদের। কারণ, আমার মনে হয় না বোর্ডের দিক থেকে কখনো বলা হয়েছে লো-স্লো উইকেট করতে হবে। যখন আমরা চাই ভালো উইকেট হোক, বাউন্সি উইকেট হোক, অনেক সময় হয়তো সেটা হয়নি। সেখানকার মাটি বা পরিবেশ বা অনেক বেশি খেলার যে কথাটা বলা হয়, কিছু কারণ নিশ্চয়ই আছে। তবে সব মিলিয়ে মিরপুরের উইকেট যে সন্তোষজনক না, সেটা আমরা সবাই স্বীকার করি। এটা নিয়ে সামনে কাজ করতে হবে। হয়তো পুরো মাটিই সরিয়ে ফেলতে হবে। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা প্রস্তুত করতে হয়, সেখানেও হয়তো পরিবর্তন আনতে হবে।’

বিপিএলের সঙ্গে সমান্তরালে বিগ ব্যাশ, এসএ টোয়েন্টি, আইএল টি-টোয়েন্টি হয়ে থাকে বলে রশিদ খান, সিকান্দার রাজার মতো ক্রিকেটারদের বিপিএলে পাওয়া যায় না। কারণ, বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো অনেক জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। এমনকি রানের বন্যা বইয়ে যায় সেসব টুর্নামেন্টে। সেই তুলনায় বিপিএল অনেকটাই পিছিয়ে। এ ছাড়া, এলপিএলে পাকিস্তানি অনেক তারকা ক্রিকেটারও খেলে থাকেন। এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক মিডিয়া বিজ্ঞপ্তিতে আজ জানিয়েছে, এ বছরের ২৭ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত হবে ষষ্ঠ এলপিএল। সাধারণত জুলাই-আগস্টে এলপিএল আয়োজন করা হলেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এলপিএলের সময়টা বদলানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত