নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
এইচপি-বাংলাদেশ ‘এ’ দলের দুটি টি-টোয়েন্টি ম্যাচ দেখতে চট্টগ্রামে ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। যদিও ম্যাচগুলো থেকে প্রত্যাশিত পারফরম্যান্স মেলেনি। তবে ফাহিম মনে করছেন, এখানে ভবিষ্যতের ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন। গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘অস্ট্রেলিয়া সফরটি দারুণ একটি সুযোগ—বিশেষ করে যারা বড় পর্যায়ে খেলতে চায় তাদের জন্য। এই সফরে ভালো করলে বিশ্বকাপ দলের ভাবনায় চলে আসার সুযোগ তৈরি হবে। যদিও বিষয়টি নির্বাচকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।’
বিসিবি সূত্রে জানা গেছে, ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন পেসার হাসান মাহমুদ। যদিও ফাহিম এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘এখানে যারা প্রস্তুতি নিচ্ছে, তাদের কেউ কেউ এশিয়া কাপ কিংবা অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পাবেন। জাতীয় দলের বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে এখানে দেখা হচ্ছে। এদের মধ্যেই তিন-চারজন আছে, যারা যেকোনো সময় জাতীয় দলে ফিরতে পারে। হাসান মাহমুদও সেই পরিকল্পনার অংশ।’
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আজকের পরিত্যক্ত ম্যাচটি আগামীকাল বেলা সাড়ে ১১টায় খেলার কথা রয়েছে। ম্যাচ শেষেই অস্ট্রেলিয়া সফর সামনে রেখে ‘এ’ দলের দল ঘোষণা হতে পারে।
এদিকে নাহিদ রানা সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছেন বলে জানা গেছে। শ্রীলঙ্কা সফরের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি ছিলেন না। তাতে এশিয়া কাপের দলে তাঁর থাকা নিয়েও রয়েছে সংশয়। কারণ, সেপ্টেম্বরে এশিয়া কাপ নিয়েই ব্যস্ত থাকবে বাংলাদেশ ক্রিকেট দল।
এইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
এইচপি-বাংলাদেশ ‘এ’ দলের দুটি টি-টোয়েন্টি ম্যাচ দেখতে চট্টগ্রামে ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। যদিও ম্যাচগুলো থেকে প্রত্যাশিত পারফরম্যান্স মেলেনি। তবে ফাহিম মনে করছেন, এখানে ভবিষ্যতের ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন। গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘অস্ট্রেলিয়া সফরটি দারুণ একটি সুযোগ—বিশেষ করে যারা বড় পর্যায়ে খেলতে চায় তাদের জন্য। এই সফরে ভালো করলে বিশ্বকাপ দলের ভাবনায় চলে আসার সুযোগ তৈরি হবে। যদিও বিষয়টি নির্বাচকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।’
বিসিবি সূত্রে জানা গেছে, ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন পেসার হাসান মাহমুদ। যদিও ফাহিম এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘এখানে যারা প্রস্তুতি নিচ্ছে, তাদের কেউ কেউ এশিয়া কাপ কিংবা অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পাবেন। জাতীয় দলের বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে এখানে দেখা হচ্ছে। এদের মধ্যেই তিন-চারজন আছে, যারা যেকোনো সময় জাতীয় দলে ফিরতে পারে। হাসান মাহমুদও সেই পরিকল্পনার অংশ।’
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আজকের পরিত্যক্ত ম্যাচটি আগামীকাল বেলা সাড়ে ১১টায় খেলার কথা রয়েছে। ম্যাচ শেষেই অস্ট্রেলিয়া সফর সামনে রেখে ‘এ’ দলের দল ঘোষণা হতে পারে।
এদিকে নাহিদ রানা সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছেন বলে জানা গেছে। শ্রীলঙ্কা সফরের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি ছিলেন না। তাতে এশিয়া কাপের দলে তাঁর থাকা নিয়েও রয়েছে সংশয়। কারণ, সেপ্টেম্বরে এশিয়া কাপ নিয়েই ব্যস্ত থাকবে বাংলাদেশ ক্রিকেট দল।
এক শ দিনের বেশি সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাঠের বাইরের এই দীর্ঘ বিরতিতে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নিয়ে দেখা দিয়েছে সংশয়। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শুরু হবে...
১৩ মিনিট আগেযা চোখের সামনে ঘটতে দেখবেন, সেটা নিয়ে চুপ করে থাকার মতো মানুষ নন সুনীল গাভাস্কার। অপ্রত্যাশিত কিছু ঘটলে সেই ব্যাপারে কড়া মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না তিনি। ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের মাঝপথে ক্রিস ওকস যে ছিটকে গেলেন, তাতে তাঁরই দায় দেখছেন গাভাস্কার।
১১ ঘণ্টা আগে২০২৫ বিপিএল শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদ নতুন বিপিএল আয়োজনের অঙ্গীকার করেছিলেন। তবে সেই বিপিএল নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। মাঠের বাইরের ঘটনায় অনেক বেশি আলোচিত-সমালোচিত হয়েছে সেই বিপিএল।
১২ ঘণ্টা আগেপ্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্যাপন করতে লিওনেল মেসিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব ধরনে যেভাবে উদ্যাপন করেন, মেসিও প্রায়ই করেন এমন কিছু। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে গতকাল দেখা গেল ভিন্ন রূপে।
১৩ ঘণ্টা আগে