নিজস্ব প্রতিবেদক
ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মাহমুদউল্লাহরা মিরপুরে অনুশীলন শুরু করেছেন ২ মে থেকে। অবশ্য এই সময়ে ভারত থেকে ফেরায় কোয়ারেন্টিনে থাকতে হওয়ায় অনুশীলনে যোগ দেওয়ার সুযোগ হয়নি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দলে থেকেও অনুশীলনে অনুপস্থিত ছিলেন আরও একজন–রুবেল হোসেন।
কোনো কোয়ারেন্টিন জটিলতার মারপ্যাঁচে পড়েননি, আছেন দেশেও–এর পরও রুবেলকে অনুশীলনে না দেখে তাই ফিসফিসানি–রুবেলের কী হয়েছে? জানা গেল অভিজ্ঞ এই পেসার পিঠের ব্যথায় ভুগছেন। ব্যথাটা এতই তীব্র যে সেরে উঠতে সময় লাগবে। ‘সময় লাগবে’ মানেই ২৩ মে শুরু লঙ্কানদের বিপক্ষে সিরিজ মিস! আপাতত চিকিৎসকের পরামর্শে চোট থেকে সেরে ওঠার চেষ্টায় আছেন রুবেল। হতাশ কণ্ঠে এই পেসার আজকের পত্রিকাকে বলেছেন, ‘চোটটা এমনই, যা সারতে সময় লাগবে। চিকিৎসক জানিয়েছেন এটা নিয়ে তাড়াহুড়ো করলে সমস্যা আরও বাড়বে। তাই ধীরেসুস্থেই এগোচ্ছি।’
তবে এখনই রুবেলকে ‘বাদ’ বলতে চাইছেন না বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘এখনই বলছি না যে সে (রুবেল) দলের বাইরে চলে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া। দল নির্বাচনের আগে যখন নির্বাচকেরা আমাদের জিজ্ঞেস করবেন, সেদিন আমরা তার সর্বশেষ পরিস্থিতি জানাব।’
রুবেলদের পিঠের ব্যথা যেন বাংলাদেশের দলের পেস বোলিং আক্রমণের ‘পিঠ’ও দেয়ালে ঠেকিয়ে দিল! পিঠের চোট সেরে না ওঠায় লঙ্কানদের বিপক্ষে হাসান মাহমুদের খেলার সম্ভাবনাও নেই। দুই পেসার দলে না থাকলে ফর্মের চূড়ায় থাকা লঙ্কান ব্যাটিং লাইনআপের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে দলে থাকা পেসারদের।
অভিজ্ঞ রুবেলের অনুপস্থিতি আরও বড় দীর্ঘশ্বাস হয়ে ধরা দেবে, যখন জানা যাবে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তিনিই। বাংলাদেশে খেলতে এসে লঙ্কানদের বেশি সমস্যায় পড়তে হয়েছে এই পেসারের বিপক্ষেই। এখন পর্যন্ত ১১ ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে নিজেদের মাঠে রুবেলের শিকার ১৮ উইকেট।
লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে সেরা চার বোলারের মধ্যে শুধু সাকিবই আছেন দলে। বাকি তিনজনের মধ্যে দ্বিতীয় সফল বোলার মাশরাফি। সাবেক ওয়ানডে অধিনায়ক ১০ ওয়ানডেতে ১২ উইকেট পেয়েছিলেন। বাকিদের মধ্যে ৪ ওয়ানডেতে ৮ উইকেট পেয়ে ৪ নম্বরে থাকা মোহাম্মদ রফিক অবসরেই গেছেন এক দশকেরও বেশি সময় আগে। দুই বছর আগে অবসরে যাওয়া নাজমুল হোসেন ৩ ওয়ানডেতে ৭ উইকেট নিয়ে আছেন তালিকার পাঁচে। লঙ্কানদের বিপক্ষে নিজেদের মাঠে তৃতীয় সফল বোলার (১১ ম্যাচে ১০ উইকেট) সাকিবের দায়িত্বটা তাই এবার একটু বেশিই।
রুবেলকে না পাওয়াটা যদি বাংলাদেশের কাছে আক্ষেপ হয়, নিজেকে নিয়েও কম আক্ষেপ হওয়ার কথা নয় তাঁর! ২০০৯ সালের জানুয়ারিতে ৩১ বছর বয়সী পেসারের অভিষেক এই শ্রীলঙ্কার বিপক্ষেই। স্লিংগিং অ্যাকশনের কারণে ক্যারিয়ারের শুরু থেকেই তকমা পেয়েছিলেন ‘বাংলার মালিঙ্গা’ হিসেবে! যদিও ক্যারিয়ারটা শ্রীলঙ্কার মালিঙ্গার মতো সাফল্যভাস্বর হয়নি তাঁর। এক যুগের ক্যারিয়ারে ২০০ উইকেটও পাননি। ১৭৩ ইনিংসে ৪১.৯৮ গড়ে উইকেট ১৯৩। কখনো ফর্ম, কখনো চোট, কখনোবা শৃঙ্খলার সমস্যায় বারবার হোঁচট না খেলে রুবেলও নিশ্চয়ই হতে পারতেন বাংলাদেশের একজন ‘মালিঙ্গা’!
ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মাহমুদউল্লাহরা মিরপুরে অনুশীলন শুরু করেছেন ২ মে থেকে। অবশ্য এই সময়ে ভারত থেকে ফেরায় কোয়ারেন্টিনে থাকতে হওয়ায় অনুশীলনে যোগ দেওয়ার সুযোগ হয়নি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দলে থেকেও অনুশীলনে অনুপস্থিত ছিলেন আরও একজন–রুবেল হোসেন।
কোনো কোয়ারেন্টিন জটিলতার মারপ্যাঁচে পড়েননি, আছেন দেশেও–এর পরও রুবেলকে অনুশীলনে না দেখে তাই ফিসফিসানি–রুবেলের কী হয়েছে? জানা গেল অভিজ্ঞ এই পেসার পিঠের ব্যথায় ভুগছেন। ব্যথাটা এতই তীব্র যে সেরে উঠতে সময় লাগবে। ‘সময় লাগবে’ মানেই ২৩ মে শুরু লঙ্কানদের বিপক্ষে সিরিজ মিস! আপাতত চিকিৎসকের পরামর্শে চোট থেকে সেরে ওঠার চেষ্টায় আছেন রুবেল। হতাশ কণ্ঠে এই পেসার আজকের পত্রিকাকে বলেছেন, ‘চোটটা এমনই, যা সারতে সময় লাগবে। চিকিৎসক জানিয়েছেন এটা নিয়ে তাড়াহুড়ো করলে সমস্যা আরও বাড়বে। তাই ধীরেসুস্থেই এগোচ্ছি।’
তবে এখনই রুবেলকে ‘বাদ’ বলতে চাইছেন না বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘এখনই বলছি না যে সে (রুবেল) দলের বাইরে চলে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া। দল নির্বাচনের আগে যখন নির্বাচকেরা আমাদের জিজ্ঞেস করবেন, সেদিন আমরা তার সর্বশেষ পরিস্থিতি জানাব।’
রুবেলদের পিঠের ব্যথা যেন বাংলাদেশের দলের পেস বোলিং আক্রমণের ‘পিঠ’ও দেয়ালে ঠেকিয়ে দিল! পিঠের চোট সেরে না ওঠায় লঙ্কানদের বিপক্ষে হাসান মাহমুদের খেলার সম্ভাবনাও নেই। দুই পেসার দলে না থাকলে ফর্মের চূড়ায় থাকা লঙ্কান ব্যাটিং লাইনআপের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে দলে থাকা পেসারদের।
অভিজ্ঞ রুবেলের অনুপস্থিতি আরও বড় দীর্ঘশ্বাস হয়ে ধরা দেবে, যখন জানা যাবে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তিনিই। বাংলাদেশে খেলতে এসে লঙ্কানদের বেশি সমস্যায় পড়তে হয়েছে এই পেসারের বিপক্ষেই। এখন পর্যন্ত ১১ ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে নিজেদের মাঠে রুবেলের শিকার ১৮ উইকেট।
লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে সেরা চার বোলারের মধ্যে শুধু সাকিবই আছেন দলে। বাকি তিনজনের মধ্যে দ্বিতীয় সফল বোলার মাশরাফি। সাবেক ওয়ানডে অধিনায়ক ১০ ওয়ানডেতে ১২ উইকেট পেয়েছিলেন। বাকিদের মধ্যে ৪ ওয়ানডেতে ৮ উইকেট পেয়ে ৪ নম্বরে থাকা মোহাম্মদ রফিক অবসরেই গেছেন এক দশকেরও বেশি সময় আগে। দুই বছর আগে অবসরে যাওয়া নাজমুল হোসেন ৩ ওয়ানডেতে ৭ উইকেট নিয়ে আছেন তালিকার পাঁচে। লঙ্কানদের বিপক্ষে নিজেদের মাঠে তৃতীয় সফল বোলার (১১ ম্যাচে ১০ উইকেট) সাকিবের দায়িত্বটা তাই এবার একটু বেশিই।
রুবেলকে না পাওয়াটা যদি বাংলাদেশের কাছে আক্ষেপ হয়, নিজেকে নিয়েও কম আক্ষেপ হওয়ার কথা নয় তাঁর! ২০০৯ সালের জানুয়ারিতে ৩১ বছর বয়সী পেসারের অভিষেক এই শ্রীলঙ্কার বিপক্ষেই। স্লিংগিং অ্যাকশনের কারণে ক্যারিয়ারের শুরু থেকেই তকমা পেয়েছিলেন ‘বাংলার মালিঙ্গা’ হিসেবে! যদিও ক্যারিয়ারটা শ্রীলঙ্কার মালিঙ্গার মতো সাফল্যভাস্বর হয়নি তাঁর। এক যুগের ক্যারিয়ারে ২০০ উইকেটও পাননি। ১৭৩ ইনিংসে ৪১.৯৮ গড়ে উইকেট ১৯৩। কখনো ফর্ম, কখনো চোট, কখনোবা শৃঙ্খলার সমস্যায় বারবার হোঁচট না খেলে রুবেলও নিশ্চয়ই হতে পারতেন বাংলাদেশের একজন ‘মালিঙ্গা’!
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
৮ ঘণ্টা আগেবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার
৯ ঘণ্টা আগেখেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
১১ ঘণ্টা আগে